Advertisement
E-Paper

হলিউডে পা রেখেই খলনায়িকা! ‘ওয়ান্ডার ওম্যান’-এর সঙ্গে লড়াইয়ে কি জিততে পারবেন আলিয়া?

বলিউডে নিজের মাটি শক্ত করে এ বার হলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। চলতি বছরে ‘হার্ট অফ স্টোন’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৩:০৫
Bollywood actress Alia Bhatt turns sinister villain in the Heart of Stone trailer.

(বাঁ দিকে) বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। হলিউড তারকা গল গডোট (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

১১ বছর আগে কর্ণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বলিউডে অভিষেক আলিয়া ভট্টের। তার পর গত এক দশক ধরে নিজেকে একাধিক বার প্রমাণ করেছেন মহেশ-কন্যা। ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র মতো ছবির পাশাপাশি ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন আলিয়া। বলিপাড়ার পর এ বার হলিউডে পা রাখছেন অভিনেত্রী। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে আলিয়াকে। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক।

‘সিটাডেল’-এ যেমন ‘অজ় কি’র খোঁজে বেরিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত চরিত্র নাদিয়া ও মেসন, তেমনই ‘হার্ট অফ স্টোন’-এও ‘হার্ট’-এর খোঁজে ছুটছেন গাল গ্যাডোট তথা র‌্যাচেন স্টোন। ট্রেলার অনুযায়ী সেই খোঁজেই বাধ সেধেছেন আলিয়া ভট্ট তথা কেয়া ধওয়ান। হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে আলিয়াকে। ছবির ট্রেলারে খুব একটা বেশি সময় পাননি আলিয়া। তবে, ওই কয়েক মুহূর্তেই আলিয়ার চোখেমুখে দেখা গিয়েছে ক্রূর হাসির ঝলক। তবে ট্রেলারে এত কম সময় আলিয়াকে দেখতে পেয়ে বেশ অসন্তুষ্ট তাঁর অনুরাগীরা। ট্রেলার দেখে তাঁদের প্রশ্ন, ছবিতে কি আদৌ গুরুত্ব পাবেন আলিয়া?

আগামী ১১ অগস্ট এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। সম্প্রতি ব্রাজিলে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবির বাকি তারকাদের সঙ্গে সেখানে আলিয়াও উপস্থিত ছিলেন।

Alia Bhatt Gal Gadot Hollywood Hollywood Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy