প্রেমের জন্য হাজি আলি দরগায় গিয়ে হেঁটেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি ঈশ্বর তাঁর ডাকে সাড়া দিয়েছিলেন? সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে এসে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন ফরাহ খান।
বর্তমানে সুখে সংসার করছেন ফরাহ। কিন্তু একসময় প্রেমের জন্য খালি পায়ে হাজি আলি দরগায় হেঁটেছিলেন তিনি। ফরাহ বলেন, “আমি একটা সময়ে হাজি আলিতে খালি পায়ে হেঁটেছিলাম শুধুমাত্র একজনকে বিয়ে করব বলে। আমি ভেবেছিলাম, ওই ব্যক্তিকে আমি ভালবাসি।” কথা বলতে বলতেই হেসে ফেলেন ফরাহ। তার পরে নিজেই বলেন, “সৌভাগ্যবশত, ঈশ্বর আমার ডাকে সাড়া দেননি।” এই শুনে কাজল বলেন, “আসলে ঈশ্বর সবটা ভাল করেই জানতেন।”
আরও পড়ুন:
এই সাক্ষাৎকারে ফরাহের সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে। কোনও রাখঢাক না করেই ফরাহ জানান, অনন্যার বাবা অর্থাৎ চাঙ্কি পাণ্ডেকে তিনি একসময় খুব পছন্দ করতেন। এই শুনে লজ্জা পেয়ে যান অনন্যাও। এর আগেও অন্য এক অনুষ্ঠানেও চাঙ্কির প্রতি ভাল লাগার কথা প্রকাশ করেছিলেন ফরাহ। সেই অনুষ্ঠানে ছিলেন মলাইকা অরোরাও। মলাইকাও জানিয়েছিলেন, তাঁরও পছন্দ ছিল চাঙ্কি পাণ্ডেকে।
কথাপ্রসঙ্গে অনন্যা জানান, তিনি একবার ফরাহের ছবির সেট থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন। তখন বলিউড পরিচালক তথা কোরিয়োগ্রাফার বলেন, “আমার সেট থেকে যে অভিনেত্রীরা কাঁদতে কাঁদতে বেরিয়েছেন, তাঁরাই পরে সুপারস্টার হয়েছেন।”