বছর কয়েক হল বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। বক্স অফিস কালেকশনও ভাল ফল করায় পরিচালকেরাও রূপোলি পর্দায় জীবনী বানানোর বাড়তি আগ্রহ পেয়েছেন। জনপ্রিয় অভিনেতা ও খেলোয়াড়দের জীবনের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে একের পর এক সিনেমা। এ বার সেই তালিকায় যোগ হল অলিম্পিক্সে শুটিংয়ে দেশের হয়ে ব্যক্তিগত ইভেন্টে একমাত্র স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রার নামও। ২০০৮-এর বেজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন অভিনব।
আরও পড়ুন, অ্যামির প্রাক্তন প্রেমিক এই বলিউডি অভিনেতা!
আরও পড়ুন, বলিউডের আন্ডারওয়ার্ল্ড যোগ