হৃতিক-কঙ্গনার আইনি লড়াই নিয়ে এ বার মুখ খুললেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারা। এ দিন একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় সোনম কপূরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেয়ে হিসাবে অবশ্যই আমি কঙ্গনাকে সাপোর্ট করব। তবে ছোটবেলা থেকে হৃতিককে চিনি। ও আমার বন্ধু। হৃতিক অসাধারণ মানুষ। আমরা কেউই জানি না ওদের মধ্যে কি হয়েছিল। আসলে কার দোষ জানি না। তবে কঙ্গনাকে দেখে আমি মুগ্ধ। কি সুন্দর করে পুরো পরিস্থিতিটা ও সামলাচ্ছে।’
হৃতিক-কঙ্গনার এই লড়াই এ বার শেষ হোক, এমনটা চান অক্ষয় কুমারও। হাউসফুল-৩ এর নতুন গান ‘টাঙ্গ উঠাকে’-এর লঞ্চের অনুষ্ঠানে এসে আক্কি বললেন, আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।
এ ব্যাপারে মুখ খুলেছেন বিদ্যা বালনও। তাঁর কথায়, ‘‘আমরা মেয়েরা তো অন্যান্যদের, বিশেষ করে পরিবারের সদস্য, সন্তান, স্বামী, বাবা-মায়ের পাশে দাঁড়িয়েই থাকি। কিন্তু আমরা খুব কম সময়ই নিজেদের পাশে দাঁড়াই। ও এখন নিজের জন্য লড়াই করছে। তাই ওকে কুর্ণিশ জানাচ্ছি এবং ও যেন আরও শক্তি পায়।’’
আরও পড়ুন