Advertisement
০৫ মে ২০২৪

করিমুলের কাহিনি এ বার বলিউডেও

মালবাজারের রাজাডাঙায় কাঠ, বাঁশের বেড়া ও টিনের চাল ঘেরা বাড়ি থেকে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির থেকে পদ্মশ্রী সম্মান নেওয়া করিমুল হকের লড়াইটা আগাগোড়াই ছিল বেশ কঠিন৷

করিমুল হক। ফাইল চিত্র।

করিমুল হক। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০১:৫৯
Share: Save:

কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যেই পদ্মশ্রী পেয়েছেন তিনি৷ এ বার তাঁর জীবন ও কাজের ছবি ফুটে উঠতে চলেছে রুপোলি পর্দায়৷ সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই ‘অ্যাম্বুল্যান্স দাদা’কে নিয়ে ছবি তৈরি শুরু হয়ে যাবে বলিউডে৷ যেখানে পদ্মশ্রী করিমুল হকের ভূমিকায় দেখা যেতে পারে নামজাদা কোনও অভিনেতাকে।

মালবাজারের রাজাডাঙায় কাঠ, বাঁশের বেড়া ও টিনের চাল ঘেরা বাড়ি থেকে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির থেকে পদ্মশ্রী সম্মান নেওয়া করিমুল হকের লড়াইটা আগাগোড়াই ছিল বেশ কঠিন৷ মাকে বাঁচানোর জন্য যখন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, তখন প্রত্যন্ত এলাকায় বাস করা করিমুল অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, একটি গাড়িও জোগাড় করতে পারেননি৷

তারপরই জেদ চেপে বসেছিল, গাড়ির অভাবে হাসপাতাল পৌঁছতে না পেরে কাউকে যেন মরতে না হয়৷ যেমন ভাবনা তেমন কাজ৷ নিজের অ্যাম্বুল্যান্স বা গাড়ি নেই তো কি হয়েছে? মোটর সাইকেল তো রয়েছে। সেটাকেই অ্যাম্বুল্যান্স হিসাবে ব্যবহার করে দিনে বা রাতে প্রত্যন্ত এলাকার রোগীদের নিয়ে ছুটতে শুরু করলেন হাসপাতালে৷ তাঁর এমন উদ্যোগ দেখে অনেকেই ঠাট্টা করতেন৷ কিন্তু এই কর্মকাণ্ডই তাকে পদ্মশ্রী সম্মান এনে দিয়েছে৷

আর পদ্মশ্রী করিমুলের সেই লড়াইকে নিয়ে এ বার ছবি করার আগ্রহ প্রকাশ করল বলিউড৷ তাঁর পরিবার সূত্রের খবর, সম্প্রতি মুম্বইয়ের পরিচালক বিনয় মুর্গেল রাজাডাঙায় করিমুলের বাড়িতে আসেন৷ সেখানে দীর্ঘ সময় তাঁর সঙ্গে কথা বলেন তিনি৷ তাঁকে নিয়ে ছবি করতে আগ্রহ প্রকাশ করেন৷

করিমুল হক বলেন, ‘‘আমাকে নিয়ে ছবি তৈরির ব্যাপারে ওই সংস্থার সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তিপত্র সই করেছি৷ ওনারা আবার আসবেন৷ ছবির শ্যুটিং করবেন৷ তখন আমাকেও ওনাদের সঙ্গে থাকতে হবে বলে জানিয়েছেন৷’’

করিমুল হকের ছেলে মহম্মদ রাজু বলেন, ‘‘বাবার কাজ ও লড়াইটাকেই ওনারা সিনেমার মাধ্যমে তুলে ধরতে চান৷ সে জন্য বাবা কী ভাবে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ হয়ে উঠলেন সেই গল্পটা পুরোপুরি বাবার থেকে শুনেছেন ওনারা৷ বাবা এখানে যে ভাবে কাজ করেন, ঠিক সে ভাবে এখানে থেকেই শ্যুটিং করবেন তাঁরা৷

কোন সময়টা এখানে শ্যুটিং করার পক্ষে ভাল সে ব্যাপারে ওনারা আমাদের সঙ্গে আলোচনাও করেছেন৷ ওনাদের কথায় যতটা বুঝতে পেরেছি, হয়তো আমির খান ও বা নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো কেউ ছবিতে অভিনয় করতে পারেন৷’’

করিমুলকে নিয়ে বলিউড ছবি করতে এগিয়ে আসায় খুশি তাঁর পরিবার ও গ্রামের মানুষজনও৷ করিমুল নিজে বলছেন, ‘‘আমি চাই প্রত্যন্ত এলাকার মানুষ বেশি করে আমার মতো এই কাজে এগিয়ে আসুন৷ যাতে করে কোনও রোগীকে চিকিৎসা না পেয়ে মরতে না হয়৷ ফলে সিনেমা দেখে এই কাজে কেউ উৎসাহিত হলে তার থেকে ভাল আর কিছু হতে পারে না৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karimul Haque Bollywood করিমুল হক
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE