চারিদিকে মেঘলা আকাশ। মেঘের ছায়া এসে পড়েছে নীল জলে। সমুদ্র আর আকাশ মিশে একাকার। তাঁরা মেঘের ভেলায় ভাসছেন নাকি সমুদ্রতটে বসে সময় কাটাচ্ছেন তা বোঝা বেশ কঠিন। কিন্তু একে অপরের সঙ্গে যে তাঁরা একান্ত সময় উপভোগ করছেন সেই আঁচ পাওয়া গেল ছবি দেখেই। বালিতে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। ১৭ মে জন্মদিন কাটিয়েই ঘোরার পরিকল্পনা করেছিলেন তাঁরা।
নিজের জন্মদিন অনেকটা দুর্গাপুজোর মতোই পালন করেন নায়িকা। আগের দিন থেকে শুরু হয়ে যায় উদ্যাপন। নায়িকা নিজেও দফায় দফায় জন্মদিন পালন করতে ভালবাসেন। সেই রেশ এখনও রয়ে গিয়েছে। প্রেমিক বনির সঙ্গে একান্ত যাপনের বেশ কিছু ছবি পোস্ট করলেন কৌশানী। একের পর এক ছবি মুক্তি, তার প্রচার পর্ব মিটিয়ে কয়েক দিনের ছুটি। তা পরতে পরতে উপভোগ করছেন নায়িকা। এই ছবি সে কথাই বলছে।
‘কিলবিল সোস্যাইটি’র প্রিমিয়ারে বনির অনুপস্থিতি তৈরি করেছিল অনেক প্রশ্ন। আলোচনা শুরু হয়েছিল, তবে কি বনি-কৌশানীর সম্পর্ক ভাঙল? এই খবর যে পুরোটাই রটনা সে কথা আগেই আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন অভিনেতা। আবারও সেই প্রমাণই পাওয়া গেল। হাতে হাত রেখে ছবি তুললেন নায়ক, নায়িকা। একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “যখন তুমি নিজেকে গুরুত্ব দাও, তখন সেটাই সেরা হয়।” মা চলে যাওয়ার পর কৌশানীর সবটাই বনিকে ঘিরে। সেই সঙ্গে রয়েছেন তাঁর বাবা, হবু শ্বশুর, শাশুড়ি। তাঁদের নিয়ে জমিয়ে জন্মদিন পালন করেছেন। বালিতে বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে এসে আবার নতুন কাজ শুরু করবেন নায়িকা।