হাসপাতালে চিকিৎসা চলছে ধর্মেন্দ্রের। তাঁকে ঘিরে পরিবারের সমস্ত সদস্য। অসুস্থ বর্ষীয়ান অভিনেতার শরীরে চিকিৎসার জন্য নানা ধরনের যন্ত্র বসানো। নিবিড় পরিচর্যাকেন্দ্রে অচৈতন্য অবস্থায় শুয়ে তিনি।
হাসপাতালের অন্দরের এমনই দৃশ্য বুধবার রাত থেকে সমাজমাধ্যমে ভাইরাল। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
দেওল পরিবার এবং হেমা মালিনী যখন সবাইকে একাধিক বার তাঁদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন, তখন কী করে এত বড় কাণ্ড ঘটে গেল?
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে বলিউডের অন্দরে। ধর্মেন্দ্রের এমন অবস্থা দেখে নতুন করে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও। তাঁদের প্রিয় অভিনেতার প্রকৃত অবস্থা কী? জানতে চেয়েছেন তাঁরা। একই সঙ্গে, এ ভাবে ব্যক্তিগত মুহূর্ত ফাঁস হয়ে যাওয়ার মতো ঘটনারও তীব্র নিন্দা করেছেন।
সমাজমাধ্যম যখন তোলপাড় এই ঘটনায়, তখনই জানা গিয়েছে অভিযুক্তের নাম। দেওল পরিবারের অভিযোগ, হাসপাতালে যে পরিচর্যাকারী অভিনেতার দেখভাল করছিলেন, তিনিই সম্ভবত এই কাণ্ডটি ঘটিয়েছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে অভিনেতা অচৈতন্য। হাইড্রোলিক বিছানায় শুয়ে। তাঁকে ঘিরে সানি, ববি, প্রথম স্ত্রী প্রকাশ কৌর-সহ নাতি-নাতনিরা। প্রত্যেকে বিষণ্ণ। কান্নায় ভেঙে পড়েছেন প্রথম স্ত্রী।
এমন ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই তাঁরা যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। বিষয়টি জানানো হলে কর্তৃপক্ষের তরফে খতিয়ে দেখা হয়। জানানো হয়, পরিচর্যাকারীই গোপনে বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। ছড়িয়ে দেন সমাজমাধ্যমে। সেখান থেকে নিমেষে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।