আদালতে মুক্ত শ্বেতা
সংবাদ সংস্থা • হায়দরাবাদ
জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকে ক্লিনচিট দিল হায়দরাবাদের আদালত। মাকড়ি, ইকবাল-এর মতো ছবিতে অভিনয় করে কম বয়সেই নজর কেড়েছিলেন শ্বেতা। সেপ্টেম্বর মাসের গোড়ায় হায়দরাবাদের একটি হোটেল থেকে পুলিশ তাঁকে যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল। পুলিশের বক্তব্য ছিল, শ্বেতা স্বীকার করেছেন, অভাবে পড়েই তিনি এ পথে এসেছেন। যদিও শ্বেতা নিজে কিন্তু পরে বারবারই বলেছেন, তাঁকে ফাঁসানো হয়েছিল। বলিউড থেকে অভিনেত্রী-পরিচালকদের বড় অংশও শ্বেতার পাশে দাঁড়িয়েছিল। মাস দুয়েক হোমে থাকার পরে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন শ্বেতা। শনিবার আদালত তাঁকে ক্লিনচিট দিয়েছে। শ্বেতা ও তাঁর পরিবার এত দিনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শ্বেতা জানান, খারাপ স্মৃতি আঁকড়ে না থেকে তিনি এখন নতুন করে কেরিয়ারে মন দিতে চান।
নাট্যমেলা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
নাট্যমেলার আসর বসল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। রবিবার খনগানের মাধ্যমে রবীন্দ্রভবন মঞ্চে সাতদিনের ওই নাট্যমেলা সূচনা হয়। এ দিন সন্ধ্যায় পর্যটন মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশিত একটি নাটক মঞ্চস্থ হয়েছে। সাত দিন কলকাতার বিভিন্ন নাট্যদলের সাতটি নাটক মঞ্চস্থ হবে। রাজ্য নাট্য অ্যাকাদেমি ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে তবে গঙ্গারামপুরে সরকারি নাট্যমেলায় বালুরঘাটের কোনও দলকে সামিল না করায় শহরের নাট্যকর্মীদের একাংশ হতাশা জানান।