পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউটের গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ব্রিজেন্দ্র পাল সিংহ। বৃহস্পতিবার তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়।
ব্রিজেন্দ্র জনপ্রিয় টিভি সিরিজ 'সিআইডি'-র প্রযোজক-পরিচালক হিসাবেই বেশি পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার আগে এফটিআইআই গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছিলেন।
Congratulations to Shri Brijendra Pal Singh on his appointment as President of FTII Society and Chairman of FTII Governing Council pic.twitter.com/9JPMbQroK5
— FTII (@FTIIOfficial) December 13, 2018
সম্প্রতি অক্টোবর মাসে অনুপম খের ‘আন্তর্জাতিক দায়িত্ব’ পালনের কারণ দেখিয়ে এফটিআইআই-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তার পর থেকে ফাঁকাই ছিল চেয়ারম্যানের চেয়ার। অনুপমের জায়গাতেই এলেন ব্রিজেন্দ্র।
আরও পড়ুন: এই অভিনব উপায়ে বিবাহবার্ষিকী পালন করলেন বিরুষ্কা!
ব্রিজেন্দ্র এই ইনস্টিটিউট থেকেই সিনেম্যাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছিলেন। ১৯৭০-৭৩ ব্যাচের ছাত্র ছিলেন তিনি।
তবে তিনি বিপুল পরিচিতি পান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ‘সিআইডি’ সিরিজের পরিচালক ও প্রযোজক হিসেবে। ভারতে বিভিন্ন ভাষায় অনুবাদ করেও চালানো হয়েছে এই সিরিজটি। ২১ বছর ধরে একটানা চলে রেকর্ডও করেছে ‘সিআইডি’।
আরও পড়ুন: অম্বানী কন্যার রিসেপশন অনুষ্ঠান মাতিয়ে দিলেন এ আর রহমান