নজর সোজা ক্যামেরায়। মুখে দুষ্টু হাসি নিয়ে তাকিয়ে রয়েছে ছোট্ট মেয়েটি। এই খুদে এখন টলিউডের প্রথম সারির নায়িকা। চিনতে পারছেন?
কেরিয়ারের প্রথম থেকেই একটু বেছে ছবি করতে ভালবাসেন ইনি। নিজের শর্তে জীবন বাঁচতে জানেন। ‘বিতর্ক’ যেন তাঁর নিত্যসঙ্গী। তাতে থোড়াই কেয়ার? যে কোনও বিষয়ে নিজের পছন্দ স্পষ্ট করে বলতে কখনও পিছ-পা হননি তিনি। এ বার কি বুঝতে পারছেন এই খুদে কে?
ইনি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবি। বাবা অর্থাত্ সন্তু মুখোপাধ্যায়ের কোলে বসে ছোট্ট স্বস্তিকা। পাশেই বাবা-মেয়ের এখনকার একটি ছবি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তখন এবং এখন… আমার সব সময়ের সান্টা..।’ এ ভাবেই ক্রিসমাস উইশ করেছেন তিনি।
আরও পড়ুন, একটা ফাঁকা ছেলে খুঁজে দিন, আই উইল লভ টু ডেট, বলছেন স্বস্তিকা
স্বস্তিকার মা প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। এখন বাবার দায়িত্ব তাঁরই। তবে যত বয়সই হোক না কেন, বাবার কাছে সব আবদার চলতে পারে। তাই বাবাই তাঁর চিরকালীন সান্টা ক্লজ়।
then and now...my forever Santa🎅 #MerryChristmas pic.twitter.com/no2x2lkghF
— Swastika Mukherjee (@swastika24) December 25, 2018
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)