Advertisement
E-Paper

‘কান’-এ চোখ সকলের

চোখে পড়লেন কঙ্গনা রানাবতও। ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালো শাড়ি ও চোকারে রেট্রো লুক এনেছেন। হেয়ারস্টাইলও হয়েছে অন্য রকম।

শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০০:০০
দীপিকা, জুলিয়েন এবং পেনেলোপি

দীপিকা, জুলিয়েন এবং পেনেলোপি

প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে চোখধাঁধানো পোশাকে নজর কাড়েন বলি-হলির সেলেবরা। এ বারও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন রকম পোশাকে সাড়া ফেলে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বেশ কয়েক দিন আগে থেকেই কানের রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি। তার জন্য ডায়েটও পাল্টে ফেলেছিলেন দীপিকা এবং তার ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল সাইটে। বিভিন্ন পোশাকের মধ্যে এই ক্যান্ডি কালার প্রিন্টেড পোশাকে দারুণ মানিয়েছে তাঁকে।

দীপিকা আরও একটি ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। চুল টেনে পনিটেল করে বরফি প্রিন্টের একটি লং ড্রেস পরে হোটেলের করিডোরে ছবিটি তুলেছেন তিনি।

চোখে পড়লেন কঙ্গনা রানাবতও। ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালো শাড়ি ও চোকারে রেট্রো লুক এনেছেন। হেয়ারস্টাইলও হয়েছে অন্য রকম।

কঙ্গনা রানাবত এবং হুমা কুরেশি।

ততটা জমাতে পারলেন না হুমা কুরেশি। সাদা লং ড্রেসে ও শ্যান্ডেলিয়ারে খুবই সাদামাঠা লাগল তাঁকে।

হলি-তারকাদের মধ্যে পেনেলোপি ক্রুজ এসেছিলেন তাঁর স্বামী হাভিয়ের বার্দেমের হাত ধরে। বেশির ভাগ সময়ে একই সঙ্গে দেখা গেল এই তারকা-দম্পতিকে।

জুলিয়েন মুরকেও দারুণ দেখাচ্ছিল তাঁর রেড হট গাউনে। উৎসব শেষ হওয়া পর্যন্ত চোখ থাকুক রেড কার্পেটে...

Cannes Film Festival 2018 Red Carpet Deepika Padukone Penelope Cruz Julianne Moore Kangana Ranaut
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy