Advertisement
১৮ মে ২০২৪
Entertainment News

সেন্সর বোর্ডের কোপে সমকাম সম্পর্কের ছবি ‘কা বডিস্কেপস’

ফের সেন্সর বোর্ডের চোখরাঙানি। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র পর এ বার টার্গেটে মালয়ালম ছবি ‘কা বডিস্কেপস’।

‘কা বডিস্কেপস’ ছবির একটি দৃশ্য।

‘কা বডিস্কেপস’ ছবির একটি দৃশ্য।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ১৮:০৩
Share: Save:

ফের সেন্সর বোর্ডের চোখরাঙানি। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র পর এ বার টার্গেটে মালয়ালম ছবি ‘কা বডিস্কেপস’।

সূত্রের খবর, এই ছবির বিষয় সমকাম। আর সে কারণেই নাকি ছবির মুক্তি আটকে দেওয়া হল। সেন্সর বোর্ড ছবিটি আটকে দেওয়ার কারণ হিসেবে লিখিত বিবৃতিতে জানিয়েছে, ‘এই ছবিতে হোমোসেক্সুয়াল রিলেশনশিপকে মহিমান্বিত করা হয়েছে।’ গত বৃহস্পতিবার ফেসবুকে পরিচালক জায়ান চেরিয়ান লিখেছেন, ‘‘সেন্সর বোর্ডের চেয়ারপার্সন মিস্টার পহলাজ নিহালনি আমার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন।’

আরও পড়ুন, প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার জিতলেন মাহেরশালা

সেন্সর বোর্ডের চিঠিতে আরও জানানো হয়েছে, এই ছবি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। সমকাম সম্পর্ককে খুব খারাপ ভাবে দেখানো হয়েছে। পরোক্ষ ভাবে এক হিন্দু সংগঠনের কাজকর্ম দেখানো হয়েছে, তাদের অনুমতি না নিয়েই। সব মিলিয়ে কোনও ভাবেই এই ছবিকে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়।

এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই ফের সেন্সর কর্তাদের চোখ রাঙানি নিয়ে সরব সিনে দুনিয়া। প্রশ্ন উঠেছে, কোনটা দেখা উচিত, আর কোনটা নয়— সেটা তো দর্শকরাই বিচার করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE