Advertisement
E-Paper

অমৃতার নজরকাড়া বার্থডে পার্টি

করিনার স্বামী সেফও এখন এই পার্টিগুলোর মধ্যমণি। তাঁর মাথাতেও দেখা গিয়েছে এমন নীল পালকের মুকুট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪০
মালাইকা, করিনা, অমৃতা, করিশ্মা

মালাইকা, করিনা, অমৃতা, করিশ্মা

অমৃতা অরোরার জন্মদিনের সেলিব্রেশন বলে কথা! সঙ্গে তাঁর বিখ্যাত গার্ল গ্যাং। ছকভাঙা কিছু না করলে কি হয়? মঙ্গলবার গোয়া যাওয়ার ফ্লাইটে সকলের ছবি ভাইরাল হয়। তার পর গোয়াতেই অমৃতা ও শাকিলের বাংলোয় বসেছিল রাতের আসর। কেক কাটা থেকে হুঁকোয় টান, সব আপডেটে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

সবচেয়ে বেশি নজর কেড়েছে অমৃতা ও তাঁর অবিচ্ছেদ্য তিন সঙ্গীর ড্রেস। কপূর বোনেদের বরাবরের পছন্দ ব্লিং। করিশ্মা বেছেছেন ব্ল্যাক কাট আউট টপ। সঙ্গে গোল্ডেন স্কার্ট। করিনা পরেছেন রুপোলি রঙের ড্রেস। মালাইকা পরেছেন হোয়াইট শর্টস আর বার্থডে গার্ল নিজে সিক্যুইন বসানো ড্রেস। তবে চার জনের মাথায় রঙিন হেডগিয়ার। নীল-লাল-হলুদ পালক বসানো মুকুটে স্টাইলও হয়েছে। আবার লুকটাও অন্য রকম। অনেকটা হিপিদের মতো।

করিনার স্বামী সেফও এখন এই পার্টিগুলোর মধ্যমণি। তাঁর মাথাতেও দেখা গিয়েছে এমন নীল পালকের মুকুট। মার্জিত সেফকে ছকভাঙা অবতারে ‘কালাকান্ডি’ ছবিতেও দেখা গিয়েছে। সেই রেশ কাটেনি বোধহয়! আবার অমৃতার স্বামী শাকিলের হুঁকো টানার ছবিতেও বোঝা যাচ্ছে, আমোদ-আহ্লাদের আয়োজনে কোনও ত্রুটি ছিল না। প্রিয় বান্ধবী করিনার তরফে অমৃতার জন্য এই পার্টি ছিল সারপ্রাইজ। আর করিনা যে পার্টির দায়িত্ব নেবেন, তাকে তো বেস্ট হতেই হবে!

করিনা-সেফ

Amrita arora Birthday Bollywood celebrity অমৃতা অরোরা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy