বলিউডের অন্যতম ফেভারিট কাপল। ২০১৬-য় বিয়ের পর থেকে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার ‘রিলেশনশিপ গোল’ তৈরি করে আরও জনপ্রিয় হয়েছেন। এক সঙ্গে জিম সেশন থেকে তাঁদের ‘মাঙ্কি লভ’ ক্যাপশনে ছবি পোস্ট— সবেতেই নজর কেড়েছেন তারকা দম্পতি।
শুক্রবার কর্ণ সিংহ গ্রোভরের ৩৬ বছরের জন্মদিন। বার্থডে তো এমনিতেই স্পেশ্যাল। তাও যেন দিনটাকে আরও স্পেশ্যাল করে তোলার প্রস্তুতি।
কোথায় চলছে কর্ণের জন্মদিনের সেলিব্রেশন?