বলিউডের অন্যতম ফেভারিট কাপল। ২০১৬-য় বিয়ের পর থেকে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার ‘রিলেশনশিপ গোল’ তৈরি করে আরও জনপ্রিয় হয়েছেন। এক সঙ্গে জিম সেশন থেকে তাঁদের ‘মাঙ্কি লভ’ ক্যাপশনে ছবি পোস্ট— সবেতেই নজর কেড়েছেন তারকা দম্পতি।
শুক্রবার কর্ণ সিংহ গ্রোভরের ৩৬ বছরের জন্মদিন। বার্থডে তো এমনিতেই স্পেশ্যাল। তাও যেন দিনটাকে আরও স্পেশ্যাল করে তোলার প্রস্তুতি।
কোথায় চলছে কর্ণের জন্মদিনের সেলিব্রেশন?
বিপাশা ও কর্ণের ইনস্টাগ্রাম পেজে চোখ রাখতেই মিলেছে সেই ইঙ্গিত। ইতিমধ্যেই দম্পতি উড়ে গিয়েছেন গোয়ায়। সমুদ্র শহরেই গত তিন দিন ধরে চলছে বার্থডে সেলিব্রেশন। বন্ধু-আত্মীয়রা সেখানেই গিয়েছেন কিনা জানা যায়নি। তবে বিপাশা ও কর্ণের ‘লাভি ডাভি’ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।