Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ মে ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

বার্থডে স্পেশ্যাল: দিলীপ কুমারের ৯৫ বছরের জন্মদিনের প্ল্যান জানালেন সায়রা

বিরিয়ানি এবং আইসক্রিম খেতে ভালবাসেন দিলীপ কুমার। কিছু দিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তাই ইদানীং চিকিৎসকের কাছ থেকে অনুমতি নি

নিজস্ব প্রতিবেদন
১১ ডিসেম্বর ২০১৭ ১১:৪৮
Save
Something isn't right! Please refresh.
দিলীপ কুমার ও সায়রা বানু। ছবি: দিলীপ কুমারের টুইটার পেজের সৌজন্যে।

দিলীপ কুমার ও সায়রা বানু। ছবি: দিলীপ কুমারের টুইটার পেজের সৌজন্যে।

Popup Close

আজ দিলীপ কুমারের জন্মদিন। ৯৫ বছরে পা দিলেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।

দিলীপের স্ত্রী সায়রা বানু এ দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বামীর জন্মদিনের প্ল্যান। দিলীপ কুমারের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে সায়রা লিখেছেন, ‘বাড়িতেই একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিলীপ সাহেবের ভাই, বোন এবং আত্মীয়রা আসবেন।’

বিরিয়ানি এবং আইসক্রিম খেতে ভালবাসেন দিলীপ কুমার। কিছু দিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তাই ইদানীং চিকিৎসকের কাছ থেকে অনুমতি নিয়েই খাবার দেওয়া হচ্ছে দিলীপকে। পিটিআই-এর খবর অনুযায়ী, এ দিন সামান্য বার্থডে কেক তাঁকে খাওয়াতে চান সায়রা। তবে সবটাই চিকিৎসকের অনুমতি মিললে।

Advertisement
দিলীপ কুমারের অসংখ্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সায়রা। অভিনেত্রী আরও জানিয়েছেন, এ দিন তাঁদের বাড়ি ফুলে ফুলে ভরে উঠেছে। দিলীপ কুমারের জন্মদিন উপলক্ষে তাঁদের বাড়ির দরজা খোলা থাকবে। আত্মীয়-বন্ধু সকলেই এ দিন বাড়িতে এসে প্রবীণ অভিনেতার সঙ্গে সময় কাটাতে পারেন।

আরও পড়ুন, ‘টেড টকস’ নিয়ে টেলিভিশনে ফিরলেন শাহরুখ

আরও পড়ুন, রানির মেয়ের জন্মদিনে অতিথি ছিলেন কারা?

একই সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকি রবিবার তোলা দিলীপ কুমারের একটি ছবিও শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য।


চলতি বছরের শুরুতেও এক বার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে আপাতত সুস্থই রয়েছেন অভিনেতা।Something isn't right! Please refresh.

আরও পড়ুন

Advertisement