আজ দিলীপ কুমারের জন্মদিন। ৯৫ বছরে পা দিলেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।
দিলীপের স্ত্রী সায়রা বানু এ দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বামীর জন্মদিনের প্ল্যান। দিলীপ কুমারের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে সায়রা লিখেছেন, ‘বাড়িতেই একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিলীপ সাহেবের ভাই, বোন এবং আত্মীয়রা আসবেন।’
বিরিয়ানি এবং আইসক্রিম খেতে ভালবাসেন দিলীপ কুমার। কিছু দিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তাই ইদানীং চিকিৎসকের কাছ থেকে অনুমতি নিয়েই খাবার দেওয়া হচ্ছে দিলীপকে। পিটিআই-এর খবর অনুযায়ী, এ দিন সামান্য বার্থডে কেক তাঁকে খাওয়াতে চান সায়রা। তবে সবটাই চিকিৎসকের অনুমতি মিললে।