জন্মদিন। আর সকলের মতোই এই দিনটা অভিনেত্রী প্রিয়মের জীবনেও খুব স্পেশ্যাল। কারণ আজ তিনি বার্থ ডে গার্ল।
সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। বয়ফ্রেন্ড শুভজিত্ করের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশনে লাঞ্চ করেছেন জমিয়ে। বয়ফ্রেন্ডের থেকে ঘড়ি উপহার পেয়েছেন অভিনেত্রী।
আর আজকের দিনটা বাবা-মায়ের। ‘‘নতুন একটা প্রোডাকশন হাউজ খুলেছি আমি আর শুভ। সেখানে অনেক সময় দিতে হচ্ছে। ফলে বাবা-মাকে সময় দেওয়াই হয় না। আজ তাই সারাদিন বাড়িতে কাটাব। যদিও বিকেলের পর অফিসে ফিরতেই হবে। আর কিছু বন্ধু আছে, আমি পার্টি না দিলেও তারা আসবে’’ হেসে বললেন প্রিয়ম।