Advertisement
E-Paper

‘ফিরাঙ্গির প্রিমিয়ারে ডেকেছি, কিন্তু সুনীল আসবে না’

আগামী কাল তো ‘ফিরাঙ্গি’ রিলিজ। ‘আপ টেনশন মে হো?’ ‘‘নেহি, ম্যায় গাড়ি মে হু। ড্রাইভ কর রাহা হু’’ (হা হা হা…)— স্বভাবসিদ্ধ রসিকতায় মুম্বই থেকে ফোনে বললেন কপিল।

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ১৯:৩৭
কপিল শর্মা।

কপিল শর্মা।

শুক্রবার রেজাল্ট আউট হয়। কোথায়?

ঠিক ধরেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

প্রতি শুক্রবার পাশ-ফেলের হিসেব বেরোয় এই দুনিয়ায়। তাই নিয়ে টেনশনেও থাকেন তারকারা। কিন্তু এই তারকার কোনও টেনশন নেই।

তিনি অর্থাত্ কপিল শর্মা। গত কয়েক মাস ধরে হেডলাইনে থাকা কপিলের ছবি ‘ফিরাঙ্গি’ মুক্তি পাবে ১ ডিসেম্বর। তার আগের সন্ধেয় ফোনে ধরা গেল তাঁকে।

আরও পড়ুন, ‘বাবা’ হলেন সৌরভ!

আগামী কাল তো ‘ফিরাঙ্গি’ রিলিজ। ‘আপ টেনশন মে হো?’ ‘‘নেহি, ম্যায় গাড়ি মে হু। ড্রাইভ কর রাহা হু’’ (হা হা হা…)— স্বভাবসিদ্ধ রসিকতায় মুম্বই থেকে ফোনে বললেন কপিল। রিলিজের আগের রাতে আপনার জীবনে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ঝটিতি জবাব এল, ‘ঘুম’।

রাজীব ধিঙ্গরা পরিচালিত এই ছবিতে এক কৃষকের চরিত্রে অভিনয় করেছেন কপিল। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ঈশিতা দত্ত। দু’দিন আগেই অভিনেতা বত্সল শেঠের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। কিন্তু শুটিং থাকার কারণে ঈশিতার বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি বলে নিজেই জানালেন কপিল।


‘ফিরাঙ্গি’-র একটি দৃশ্যে কপিল ও ঈশিতা।

২০১৫-এ ‘কিস কিসকো পেয়ার করু’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেন কপিল। ‘ফিরাঙ্গি’ তাঁর দ্বিতীয় ছবি। পাশাপাশি এই ছবির প্রযোজকও তিনি। ফলে এই প্রজেক্ট কেরিয়ারে কতটা গুরুত্বপূর্ণ? কপিল শেয়ার করলেন, ‘‘দেখুন, যে কোনও কাজই আমি পরিশ্রম করে করি। ফলে আমার কাছে সব কাজই গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন, ‘এ বার জন্মদিনে সেরা গিফট পেলাম’

গত কয়েক মাস ধরে সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্যে বিবাদের কারণে শিরোনামে ছিলেন কপিল। তাঁর জনপ্রিয় শো-ও বন্ধ হয়ে গিয়েছে। তবে সে ব্যপারে এই মুহূর্তে কথা বলতে চান না তিনি। কিন্তু এত রকম খবরে দর্শকদের মনে কি তাঁর প্রতি বিরূপ প্রভাব পড়বে? তাঁরা আদৌ ‘ফিরাঙ্গি’ দেখতে সিনেমা হলে যাবেন তো? কপিল সোজাসুজি বললেন, ‘‘আমার বাড়িতে কি আরডিএক্স পাওয়া গিয়েছে? কী এমন প্রভাব পড়বে? আমি তো কোনও নেগেটিভ প্রভাবের কথা ভাবছি না।’’

কিন্তু সুনীল? কপিলের এক সময়ের পরম বন্ধু হিসেবে পরিচিত সুনীল গ্রোভারকে কি নিজের ছবির প্রিমিয়ারে আমন্ত্রণ করেছেন? ঈষত্ বিরক্ত শোনাল কপিলের গলা। ‘‘আপনারা কেন যে পুরনো ইস্যু নিয়ে কথা বলেন! সবাইকে যেমন ডেকেছি, ওকেও বলেছি। তবে ও মুম্বইতে নেই, ফলে আসবে না।’’

না! প্রকাশ করতে না চাইলেও, সুনীলের প্রতি ঈষত্ উষ্মা চেপে রাখতে পারলেন না কপিল। তবে আপাতত সুনীল নন, তাঁর ফোকাসে শুধুই ‘ফিরাঙ্গি’।

Kapil Sharma Firangi 2017 Movies Upcoming Movies কপিল শর্মা Hindi Movie Film Actor Celebrities Celebrity Interview
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy