Advertisement
E-Paper

অন স্ক্রিনে মাদকের ব্যবহার, তবুও সেন্সর বোর্ডের ছাড়পত্র এই ছবিগুলিকে!

‘উড়তা পঞ্জাব’ ছবিতে মাদক সেবন এবং মাদক চক্রের রমরমা দেখানো হয়েছে বলে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। কিন্তু এমন কিছু ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতিতেই মুক্তি পেয়েছে যেগুলোতে অন স্ক্রিন মাদকচক্রের কারবার বা মাদক সেবন দেখানো হয়েছে। দেখে নেওয়া যাক কোন ছবিগুলি অন স্ক্রিন মাদক ব্যবহার দেখানো সত্ত্বেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ১৮:৩৭

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) তথা সেন্সর বোর্ড ‘উড়তা পঞ্জাব’ ছবির মুক্তিতে বাদ সেধেছে। ছবিতে রাজ্যে মাদক চক্রের রমরমা দেখানো হয়েছে। তাই ছবির নাম থেকে ‘পঞ্জাব’ কথাটি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। শুধু যে নামেই কাঁচি পড়ছে তা কিন্তু নয়। ছবি মুক্তির জন্য অসংখ্য দৃশ্য এবং সংলাপও কেটে দিতে বলেছে বোর্ড। সব মিলিয়ে বোর্ডের এই শর্তগুলির কথা শুনে বিস্মিত বম্বে হাইকোর্টের বিচারপতিও। এই গোটা ব্যপারটায় সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে এক জোট হয়েছে বলিউড। কিছু দিন আগেই সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনির বিরুদ্ধে ‘জয় গঙ্গাজল’ ছবিতে অযথা কাঁচি চালানোর অভিযোগে সরব হয়েছিলেন ছবির পরিচালক প্রকাশ ঝা। ‘উড়তা পঞ্জাব’য়ে মাদক সেবন এবং মাদক চক্রের যে রমরমা দেখানো হয়েছে মূলত তাতেই আপত্তি তুলেছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান। কিন্তু এমন কিছু ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতিতেই মুক্তি পেয়েছে, যেগুলোতে অন স্ক্রিন মাদকচক্রের কারবার বা মাদক সেবন দেখানো হয়েছে। এটা অবশ্য বলা মুশকিল ঠিক কোন শর্তে ওই ছবিগুলিকে ছাড়পত্র দিয়েছিল সেন্সর বোর্ড। দেখে নেওয়া যাক কোন ছবিগুলি অন স্ক্রিন মাদক ব্যবহার দেখানো সত্ত্বেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।


আরও পড়ুন...
দিল্লির রাস্তাই এখন ঠিকানা এই বলি নায়িকার!

Indian Films Censor Board Drug Use
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy