মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে শিলিগুড়ির মহাকাল মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মন্দির তৈরির জন্য নির্ধারিত জমি দেখতে শুক্রবার উপস্থিত হলেন মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক, এসজেডিএ এবং হিডকোর প্রতিনিধিরা৷ গৌতম জানান, দীর্ঘ কাল ধরে জমিটি পড়েছিল। পরিষ্কার এবং সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে।
গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ওই মন্দিরের শিলান্যাস করবেন। তাঁর কথায়, ‘‘আমি জমি দেখে রেখেছি। তারিখও মনে মনে ঠিক করে রেখেছি।’’ পরে জানা গিয়েছে, জানুয়ারি ১৬ তারিখ মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। তার পর থেকে তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে। সরেজমিনে পরিস্থিতি দেখে শিলিগুড়ির মেয়র বলেন, ‘‘আগামী পরিকল্পনার বিষয় নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠক করব।’’ তিনি আরও বলেন, ‘‘মন্দিরের জন্য জমির সংস্কার-সহ বিভিন্ন কাজ হচ্ছে৷ সেই কারণেই পরিদর্শনে এলাম। বিভিন্ন দফতরের আধিকারিকেরা রয়েছেন। হিডকোর লোকজন আছেন। এর পর একটা পর্যালোচনার পরে সিদ্ধান্ত হবে।’’
আরও পড়ুন:
অন্য দিকে, মহাকাল মন্দির তৈরি নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন প্রাক্তন মেয়র তথা বাম আমলের মন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, ‘‘এ ভাবে উন্নয়ন হয় না৷ বিজেপি ধর্মের রাজনীতি করে। এ বার তৃণমূলও সেই পথেই হাঁটছে।’’ সিপিএম নেতার কথায়, ‘‘উন্নয়ন হয় শিল্প করে। মন্দির করে নয়।’’