হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই এ বার অ্যামাজন প্রাইম-এর কাছে জবাবদিহি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
গত ১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইম-এ মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজটি। মুক্তির পর পরই বিতর্কের মুখে পড়েছে সেটি। অভিযোগ উঠেছে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে এই ছবিতে। অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা বিধায়ক রাম কদম। শুধু অভিযোগ তোলাই নয়, হিন্দু ধর্মে আঘাত করার জন্য সইফ আলি খান এবং অভিনেতা জিসান আয়ুবকে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তিনি।
‘তাণ্ডব’ ছবির অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের বিরুদ্ধে রবিবার অভিযোগ দায়ের করেছেন রাম কদম। তাঁর অভিযোগ, এই সিরিজে হিন্দু দেবতা শিবকে অপমান করা হয়েছে। এবং প্রতিবারই হিন্দু ধর্ম নিয়ে এমনটাই করা হয়।