Advertisement
E-Paper

‘আর ফোন বাজে না’, মেয়ে অহনার সঙ্গে বনিবনা নেই, কাকে কেন এ কথা বললেন মা চাঁদনি

মাঝে অনেক বছর কেটে গিয়েছে। মা-মেয়ের কোনও যোগাযোগ নেই। স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অহনা এবং তাঁর মায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৮:৫৩
Chadni Ganguly mother of Ahona Dutta shares her depression on social media

(বাঁ দিকে) অহনা দত্ত, অভিনেত্রীর মা চাঁদনি গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নাতনি হওয়ার খবর পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েছিলেন চাঁদনি গঙ্গোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয় তিনি অভিনেত্রী অহনা দত্তের মা। মাঝে অনেকগুলো বছর কেটে গিয়েছে। মা-মেয়ের কোনও যোগাযোগ নেই। স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অহনার সঙ্গে তাঁর মায়ের দূরত্ব তৈরি হয়েছে। বহু দিন তাঁদের যোগাযোগ নেই। মেয়ের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে মা আর বাবাকে আঁকড়ে বেঁচেছিলেন তিনি। কিছু দিন আগে মাকেও হারিয়েছেন। জীবনে যে একাকিত্ব নেমে এসেছে সে কথা আনন্দবাজার ডট কমকে আগেই জানিয়েছিলেন তিনি। চাঁদনির নতুন পোস্ট আবারও উস্কে দিল সেই ভাবনা। নিজের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি পোস্ট করে চাঁদনি বললেন, “আমি কী করছি, কোথায় আছি, কিছু আনার কথা আর কেউ বলে না। এক বার ফোনটাও বাজে না।”

চাঁদনির এই মন খারাপের ছবি দেখে আবারও অতীত খুঁড়েছেন দর্শক। কটাক্ষে বিদ্ধ করেছেন অহনাকে। কেউ লিখেছেন, “আপনার মেয়ের বয়স আর একটু বাড়তে দিন, তা হলে ও বুঝতে পারবে আপনার কষ্টটা।” আবার কেউ লিখেছেন, “আপনি দু’হাত বাড়িয়ে দিন। সব ঠিক হয়ে যাবে।” সদ্যোজাতের সঙ্গে নানা ধরনের ভিডিয়ো পোস্ট করতে থাকেন অহনা। আর মা-মেয়ের সম্পর্কের তিক্ততা অনেক দিনই প্রকাশ্যে এসেছে।

Ahona Dutta dipankar roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy