ফের দেখা হয়েছে শাহিদ কপূর ও করিনা কপূর খানের। একটা সময় তাঁদের প্রেম ছিল বলিউডের চর্চিত বিষয়। কিন্তু তার পরে করিনার জীবনে আসেন সইফ আলি খান। বিচ্ছেদ হয়ে যায় শাহিদের সঙ্গে। ‘জব উই মেট’ ছবির পরে আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তাই শাহিদ-করিনার পুনর্মিলনে খুশি অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই সিঁদুরে মেঘ দেখেছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার হঠাৎ দেখায় সংসারে কলহের সম্ভাবনা দেখছেন তিনি।
বিভিন্ন বিষয় নিয়েই মজার পোস্ট করেন মুনাওয়ার। ছাড়লেন না শাহিদ ও বেবোকেও। শাহিদের বাড়িতে নাকি বড়সড় ঝগড়া বাঁধতে চলেছে, প্রমাদ গুনেছেন মুনাওয়ার। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লিখলেন, “শাহিদ কপূরের বাড়িতে আজ ঝগড়া হবে।” করিনা ও শাহিদের সম্পর্ক নিয়ে এক সময় সরগরম থাকত বলিউড। দু’জনের উষ্ণ চুম্বনের দৃশ্য নিয়েও চর্চা হয়ছিল। সেই প্রাক্তন প্রেমিকার সঙ্গেই দেখা হতে আলিঙ্গন আর তার পরে হাসিমুখে বাক্য বিনিময়! বিষয়টি কি আদৌ ভাল ভাবে নেবেন শাহিদ-পত্নী মীরা কপূর? না কি শাহিদের সঙ্গে সাংসারিক কলহ হবে! এই প্রশ্নই মজা করে উসকে দিয়েছেন মুনাওয়ার। কৌতুকশিল্পীর পোস্টে সম্মতি জানিয়েছেন অনেকেই। হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
আরও পড়ুন:
শাহিদ-করিনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে। প্রাক্তন তারকাযুগলের অভিব্যক্তি দেখে অনুরাগীদের অনুমান, মুখোমুখি হয়ে প্রথমে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন তাঁরা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সামনে তাক করা অজস্র ক্যামেরা। তাই পরিস্থিতি সামাল দিতে কথা বলা ও পরস্পরকে আলিঙ্গন করার বিষয়ে উদ্যোগী হন করিনাই। ফেরাননি শাহিদ।