Advertisement
E-Paper

সমালোচনা করতেও ছাড়েন না বৌদি! কিন্তু স্বভাবে নাকি ক্যাটরিনা আধ্যাত্মিক, মুখ খুললেন দেওর সানি

বৌদির সঙ্গে খুনসুটির সম্পর্ক সানির। কোনও নতুন ছবি মুক্তি পেলে, বৌদির প্রতিক্রিয়াও সানির কাছে বেশ গুরুত্বপূর্ণ।

Bollywood actor Sunny Kaushal revealed that Katrina Kaif is a spiritual person

ক্যাটরিনার গুণের কথা বললেন দেওর সানি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৯:২৫
Share
Save

ভিকি কৌশল যখন ‘ছাওয়া’র প্রচার নিয়ে ব্যস্ত, তখন শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে পৌঁছেছিলেন ক্যাটরিনা কইফ। অভিনেত্রীর ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমে স্নানরত ক্যাটরিনার ‘পূজারিণী’ রূপ দেখে আবেগে ভেসেছিলেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রী নাকি বরাবরই খুব আধ্যাত্মিক। নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন। তবে ঈশ্বরেও প্রবল ভাবে বিশ্বাসী তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যাটরিনার দেওর তথা অভিনেতা সানি কৌশল।

বৌদির সঙ্গে খুনসুটির সম্পর্ক সানির। নতুন কোনও ছবি মুক্তি পেলে, বৌদির প্রতিক্রিয়াও সানির কাছে বেশ গুরুত্বপূর্ণ। মন দিয়ে ছবি দেখে তাঁর মতামত জানান ক্যাটরিনা। প্রয়োজনে সমালোচনাও করেন। দেওরের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তাঁর। আবার আধ্যাত্মিকতা নিয়েও দীর্ঘ কথোপকথন হয় বৌদি ও দেওরের। সানির কথায়, “ক্যাটরিনা খুবই আধ্যাত্মিক মানুষ।” তবে শুধুই গুরুগম্ভীর বিষয়ই নয়, বৌদির সঙ্গে খুনসুটি মশকরাও করেন সানি। ক্যাটরিনার সঙ্গে যে কোনও কথোপকথনই উপভোগ করেন তিনি।

দাদা ভিকি কৌশলের সঙ্গেও সম্পর্কের সমীকরণের কথা বলেছিলেন সানি। ভিকিও ভাইয়ের সব ছবি দেখেন, কিন্তু তেমন কাটাছেঁড়া করেন না। যে কোনও ছবি দেখেই ইতিবাচক প্রতিক্রিয়া দেন ভিকি। অভিনয় নিয়ে সমালোচনাও তেমন করেন না ‘ছাওয়া’র অভিনেতা।

মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন ক্যাটরিনা। তবে তাঁকে দেখে নিজস্বী তুলতে ছুটে এসেছিলেন পুণ্যার্থীরা। তাই বেগতিক পরিস্থিতিতেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। যদিও সেই সব নিয়ে কোনও মন্তব্য করেননি ক্যাটরিনা। বরং তিনি বলেছিলেন, “অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।”

Sunny Kaushal Katrina Kaif

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}