Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আবার প্রথম ‘কৃষ্ণকলি’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘মোহর’, ‘রাণী রাসমণি’

দুই চ্যানেলের টক্কর। রেটিংয়ে তার ছাপ পড়বে, আশা করেছিল সবাই।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৬
Share: Save:

সারা সপ্তাহ সমস্ত ধারাবাহিকেই শ্যেন নজর দর্শকের। ফি-সপ্তাহে জনতা জনার্দনের রায়ে শ্যামা-আম্রপালির আসা-যাওয়া, দুই মুখ্য চরিত্র নীল ভট্টাচার্য, বিভান ঘোষের করোনা, প্রস্থেটিক মেকআপে ‘অশোক’-এর ‘নিখিল’-এ রূপান্তরের মতো একের পর এক ঝটকায় ‘কৃষ্ণকলি’ টানা টপার। নম্বরের একচুল এ দিক-ও দিকে দ্বিতীয় ‘মোহর’, তৃতীয় ‘রাণী রাসমণি’। ‘শ্রীময়ী’ যেন প্রথম সারি থেকে দুম করে ‘ব্যাক বেঞ্চার’! নতুন কিছু দেখার লোভে এগিয়ে তুলনায় নতুন দুই ধারাবাহিক ‘খড়কুটো’ ও ‘যমুনা ঢাকি’। দেড় বছর ধরে চলেও ভাল ফল ‘সাঁঝের বাতি’র। তবে নিরাশ করেছে জি বাংলা, স্টার জলসা-র দুই ‘কাদম্বিনী’। বাংলার প্রথম মহিলা চিকিৎসকের বায়োপিক। সঙ্গে দুই চ্যানেলের টক্কর। রেটিংয়ে তার ছাপ পড়বে, আশা করেছিল সবাই। শুরুর দিকে দর্শকের তাক লাগলেও এখন রেটিংয়ের দৌড়ে বেশ কিছুটা পিছিয়েই দুই মেগা!

আপনার পছন্দের ধারাবাহিক টিআরপি চার্টে কোথায় দেখে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE