শনিবার রাতে থেকেই মাদক-কাণ্ডে এনসিবি-র দফতরে আটক শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। জিজ্ঞাসাবাদ চলছে রবিবার সকাল থেকে। শনিবার রাত থেকে শাহরুখ বা গৌরী খান প্রকাশ্যে আসেননি। কিন্তু রবিবার বিকেল ৩টের পর শাহরুখের বাংলো ‘মন্নত’ থেকে বেশ কয়েকটি গাড়ি বেরোতে দেখা যায়। তার মধ্যে কোনও গাড়ির মধ্যে গৌরী বা শাহরুখ ছিলেন কিনা, তা স্পষ্ট হয়নি।
শনিবার রাতে শাহরুখ-পুত্রকে মুম্বইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আটক করে এনসিবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই মাদক পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনও প্রবেশমূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। তা ছাড়া মাদক সেবন করেছেন। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন এ কথা। জেরা শেষ হলেই গ্রেফতার করা হতে পারে আরিয়ানকে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গৌরী খান রবিবার রাত থেকেই ভেঙে পড়েছেন। কয়েক দিনের মধ্যে দেশের বাইরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ছেলের গ্রেফতারের জন্য সে পরিকল্পনা এখন স্থগিত।