ভজন সম্রাট অনুপ জালোটাকে রাখা হল আইসোলেশনে। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ লন্ডন থেকে শো করে মুম্বই বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। সুরক্ষার কারণে তাঁকে বিমানবন্দর থেকেই সরাসরি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী মিরাজ হোটেলে। আর সেখানেই মেডিকাল কেয়ারের মধ্যে রাখা হয় তাঁকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভক্তদের সেই খবর দিয়েছেন অনুপ নিজেই।
অনুপ জালোটা জানিয়েছেন, ‘‘ বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে ষাট বছর বয়েসের ঊর্ধ্বের সমস্ত যাত্রীদের এক হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক যাত্রীকেই আলাদা আলাদা ঘরে রাখা হয় আর সেখানেই চিকিৎসকদের টিম আসে আমাদের পরীক্ষা-নিরিক্ষা করার জন্য।’’ পঁচিশজন চিকিৎসককে নিয়ে একটা মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে অনুপ জালোটা সহ সমস্ত যাত্রীদের করোনা সংক্রমণ হয়েছে কিনা তা যাচাই করে দেখার জন্য।
বিশ্ব যখন করোনা ত্রাসে জর্জরিত, সেই পরিস্থিতিতেও লন্ডন, জার্মানিতে তাঁর প্রত্যেকটি শোতেই নাকি দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এমনটাই দাবি করেছেন ভজন সম্রাট।
দেখে নিন সেই পোস্ট...