Advertisement
১১ সেপ্টেম্বর ২০২৪
Jab Harry Met Sejal Song Credited To Wrong Singer

কে গেয়েছেন ‘বাটারফ্লাই সং’, বিস্তর জলঘোলা বি-টাউনে

‘বাটারফ্লাই’ গানটিতে পুরুষ কন্ঠস্বরটি কার? অমন না দেবের? এর সঠিক উত্তর দিতে পাওয়া যেতে পারে একমাত্র ছবির সঙ্গীত পরিচালক এবং এই গানটির কম্পোজার প্রীতম। এ প্রসঙ্গে কী বলছেন প্রীতম?

কে গেয়েছেন ‘বাটারফ্লাই সং, চলছে বিতর্ক।

কে গেয়েছেন ‘বাটারফ্লাই সং, চলছে বিতর্ক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১৮:৫৯
Share: Save:

একটি গান নিয়ে বেশ হই চই পড়ে গিয়েছে সিনে দুনিয়ায়। ‘জব হ্যারি মেট সেজল’ ছবির ‘দ্য বাটারফ্লাই সং’ দিন পাঁচেক আগে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই তা বেশ জনপ্রিয় হয়েছে। আর এই গানটি নিয়েই যত গোলমাল!

শাহরুখ খানের লিপে গানটি কে গেয়েছেন, তা নিয়েই যত অশান্তি। কারণ, অমন ত্রিখা বলছেন তিনি গেয়েছেন এই গানটি। আবার দেব নেগীর দাবি, গানটি তাঁর গাওয়া। বিতর্কের সূত্রপাত, যখন অমন টুইটারে বলিউড বাদশার উদ্দেশে লেখেন, “আপনার জন্য গাইতে পেরে আমি সম্মানিত।” এর উত্তরে শাহরুখ লেখেন, “ধন্যবাদ। তুমি এই গানকে প্রাণবন্ত করে তুলেছ।”

ভাবছেন, শাহরুখ নিজেই যখন অমনকে এই গানের কৃতিত্ব দিয়েছেন, তখন আর বিতর্ক কীসের! বিতর্কের শুরু এখান থেকেই। কারণ, এর পরই ফেসবুকে সুরকার চিরন্তন ভট্ট লেখেন, “গানটি গেয়েছেন দেব নেগী। কিন্তু দুর্ভাগ্যবসত এর কৃতিত্ব দেওয়া হয়েছে অমন ত্রিখাকে। আশা করি এই ভুল দ্রুত শুধরে নেওয়া হবে। আমার আশা, অমন ত্রিখাও বিষয়টিকে খোলসা করবেন।”

অর্থাত্, ‘বাটারফ্লাই’ নিয়ে জল আরও ঘোলা হল।

আরও পড়ুন: শাহরুখের ফোন নম্বর জানেন?

এর পর মিড ডে-কে দেব নেগী বলেন, “গানের পুরুষ কণ্ঠটি আমার। ভুলবসত অমনকে এর কৃতিত্ব দেওয়া হয়েছে। গানে শাহরুখের ভয়েস আমার। প্রীতমদা হয়তো ব্যস্ত, তাই বিষয়টা খেয়াল করেননি। আমি কথা বলব।” এ দিকে মিড ডে’র কাছে অমন দাবি করেন, এই গানটি তিনিই গেয়েছেন। প্রীতম তাঁকে এই গানের জন্য ডেকেছিলেন, গানটি তিনি রেকর্ডও করেছেন। তাঁর কথায়, “দু’জনকেই এর কৃতিত্ব দেওয়া হয়েছে। বুঝতে পারছি না সমস্যাটা কোথায়! সবাই তো আর এক সঙ্গে ভুল হতে পারেন না!”

তা হলে ‘বাটারফ্লাই’ গানটিতে পুরুষ কন্ঠস্বরটি কার? অমন না দেবের? এর সঠিক উত্তর পাওয়া যেতে পারে একমাত্র ছবির সঙ্গীত পরিচালক এবং এই গানটির কম্পোজার প্রীতমের কাছে। এ প্রসঙ্গে কী বলছেন তিনি? মিড ডে-কে প্রীতম বলেছেন, “গানের শুরুতে দেবের কণ্ঠস্বর রয়েছে, কিন্তু অমনের কণ্ঠও পরে যোগ করা হয়েছে।” অর্থাত্, অমন ত্রিখা এবং দেব নেগী, দু’জনেই গেয়েছেন ‘বাটারফ্লাই’।

তা হলে কী বিতর্ক মিটে গেল! না। বি-টাউনের অনেকেই বলছেন, গানটি যদি দু’জনেই গেয়ে থাকেন, তা হলে কৃতিত্ব বা প্রচারের আলোয় কেন শুধু অমন ত্রিখার নাম!

এর উত্তর অবশ্য এখনই পাওয়া যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE