‘ল্যায়লা ম্যায় ল্যায়লা’, ‘আপ জ্যায়সা কোই মেরে জিন্দেগি মে আয়ে’ কিংবা ‘আই অ্যাম এ ডিসকো ডান্সার’— এই গানগুলি মনে পড়ছে? যদি আট এর দশকের এই হারিয়ে যাওয়া মেলোডির আপনি ফ্যান হন, তাহলে ‘ড্যাডি’ ছবির ‘জিন্দেগি মেরি ড্যান্স ড্যান্স’ গানটি শুনে দেখুন। বাপ্পি জমানার সুরেলা জগতে ফিরে গিয়ে সামান্য নস্ট্যালজিকও হয়ে পড়তে পারেন। মিঠুন চক্রবর্তীর ‘ড্যান্স ড্যান্স’ ছবির ‘জিন্দেগি মেরি ড্যান্স ড্যান্স’ গানটিকেই নতুন মোড়কে রিমেক করেছেন সঙ্গীক পরিচালক সাজিদ-ওয়াজিদ।
আরও পড়ুন, মিয়ামি বিচে হট বিপাশা, টেক্কা দিচ্ছেন স্বামী কর্ণও
এই গানের আবহেও সেই পুরনো ডিসকো রিদম শুনতে পাবেন। একটি নাইটক্লাবের আলো-আঁধারি আবহে নায়ক ও ভিলেনের হঠাত্ দেখা। গানের ভিডিওটিও বেশ রহস্যের। সার্বিয়ান মডেল নাতাশা স্টানকোভিককে এই গানে আইটেম নম্বরে দেখা যাবে। নাতাশা ‘ডিজেওয়ালে বাবু’ গানে নজর কেড়েছিলেন।
_
Here it is. Stir up nostalgia with the #ZindagiMeriDanceDance from #Daddy@DaddyRealStory @aishu_dil @TSeries https://t.co/mmt6e59zCH
— arjun rampal (@rampalarjun) August 4, 2017
আরও পড়ুন, বাসের রড ধরে ঝুললেন শাহরুখ ‘মার্কেটিং’ খান!
এক শ্রমিক পরিবারের ছেলে পা রেখেছিল মুম্বইয়ের অপরাধ জগতে। একটা সময়ে সেই ছেলেই হয়ে ওঠে বাণিজ্যনগরীর ত্রাস। নাম অরুণ গুলাব গাওলি। তাঁর জীবন নিয়েই তৈরি হয়েছে ছবি ‘ড্যাডি’। অরুণ গাওলির চরিত্রেই দেখা যাবে অর্জুন রামপালকে। ছবির এই নতুন গান টুইটারে শেয়ার করেছেন অর্জুন। অসীম আলুওয়ালিয়া পরিচালিত ‘ড্যাডি’ ছবিটি মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর।