ভারতে বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল আমার খানের ‘দঙ্গল’। চিনেও এক হাজার কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। এ বার নতুন একটি মাইলস্টোন। ফোবর্সের রিপোর্ট অনুযায়ী, ইংরেজি ছাড়া বিশ্বের অন্যান্য ভাষার সিনেমায় আয়ের নিরিখে ‘দঙ্গল’ রয়েছে পঞ্চম স্থানে।
• এই তালিকার প্রথমে রয়েছে ২০১৬-এ মুক্তিপ্রাপ্ত চিনা ছবি ‘দ্য মারমেড’। যার আয় ছিল ৫৫ কোটি ৩০ লক্ষ টাকা।
• দ্বিতীয় স্থানে ২০১২-এ মুক্তি পাওয়া ফরাসি ছবি ‘দ্য ইনটাচেবেলস২। ৪২ কোটি ৭০ লক্ষ টাকা।