মুক্তির আগেই অনীক দত্তের 'অপরাজিত' সংবাদমাধ্যমের শিরোনামে। এক, ছবির লোগোতে সত্যজিৎ রায়ের শৈল্পিক ভাবনার ছোঁয়া। দুই, রবিবাসরীয় সোশ্যাল মিডিয়া সরগরম লোগো বিতর্ক নিয়ে।
রবিবার অনীক প্রকাশ্যে আনেন তাঁর আগামী ছবির লোগো। ছবিটি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ পরিচালনার নেপথ্য কাহিনী নিয়ে তৈরি। এই লোগো বিষয় বলতে গিয়ে কিছু সাক্ষাৎকারে অনীক নাকি লোগোর কারিগর রাজকমল আইচের নাম উল্লেখ করেছেন। আবার কিছু জায়গায় তাঁর বক্তব্য, তিনি নিজেই এই লোগোর স্রষ্টা।
এই বক্তব্য চোখে পড়েছে রাজকমলের। তার পরেই ফেসবুকে সরব তিনি। দাবি, পুরোটাই তাঁর মস্তিষ্কপ্রসূত। অনীক তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দিতে চাইছেন না।
ছবির মুক্তির আগে এই ধরনের তরজা বেশির ভাগ ক্ষেত্রে ছবির প্রচারের সহায়ক হয়ে দাঁড়ায়। এটিও কি সে রকমই কিছু হতে চলেছে? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অনীকের সঙ্গে। তাঁর বক্তব্য, ‘‘গত কাল থেকে বিষয়টি নিয়ে যথেষ্ট টানাপড়েন চলছে। দেখছি জট আরও বাড়ছে। তাই ঠিক করেছি, নিজের মতামত জানিয়ে ফেসবুকে পোস্ট দেব। সেটা থেকে সবাই যা বিচার করার করবেন। আমি মুখে আর কিচ্ছু বলব না।’’