‘পিকু’র পর ফের বড়পর্দায় ফিরছে দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ছবির রিলিজ ডেটও নাকি ফাইনাল হয়ে গিয়েছে। আগামী বছরের ২ অক্টোবরই নাকি ফের এক সঙ্গে দেখা যাবে ‘পিকু’ ও ‘রানা’-কে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবির রিলিজ নিয়ে টুইটও করেছেন।
ছবির পরিচালনায় নতুন পরিচালক হানি ত্রিহান। ‘উড়তা পঞ্জাব’-এ অভিষেক চৌবেকে পরিচালক হিসেবে সামনে এনেছিলেন বিশাল ভরদ্বাজ। বলিউডে গুঞ্জন, এ বার বিশালের লেখা গল্পেই আরও এক পরিচালকের হাতেখড়ি হতে চলেছে। নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানা যায়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের একটা সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।