আর মাত্র ঘণ্টা কয়েক। তার পরই নতুন বছরকে বরণ করে নেওয়ার সময়। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে বিশ্ব জুড়ে। বাদ নেই সেলেবরাও। ক্রিসমাস থেকেই শুরু হয়েছে পার্টি মুড। চলছে সপ্তাহ জুড়ে। এর মধ্যেই দীপিকা পাড়ুকোন চুপি চুপি সেরে ফেলেছেন নিউ ইয়ার ইভের প্ল্যান। গত সপ্তাহেই দুবাইতে পার্টি করতে দেখা গিয়েছিল নায়িকাকে। সঙ্গে ছিলেন রণবীর সিংহ। রণবীর-দীপিকার সম্পর্কের গুঞ্জন বলিউডে নতুন নয়। বি-টাউনের খবর, নিউ ইয়ার ইভেও একসঙ্গেই থাকবেন এই জুটি। সঙ্গে রয়েছেন দীপিকার সেলিব্রিটি ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালার মতো ঘনিষ্ঠ বন্ধুরা। সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তাঁরা। সে সব দেখে বি-টাউনের অনেকেই বলছেন, অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সবেতেই স্পেস শেয়ার করা জুটি হয়তো খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়বেন।
আরও পড়ুন, ঋত্বিক ঘটকের অসমাপ্ত ছবির রিল এখন এনএফএআই-এর ঝুলিতে
দুবাইতে রণবীর-দীপিকা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।