আইডিয়া চুরি করে নিয়েছেন ক্যাটরিনা কইফ, এমনটাই অভিযোগ করলেন ‘পদ্মাবতী’, দীপিকা পাড়ুকোন।
রাগের ইমোজি দিয়ে বুঝিয়েও দিলেন ক্যাটের উপর কতটা ক্ষুব্ধ তিনি। এই সংকটময় পরিস্থিতিতে কেমন করে এমন টা করতে পারলেন ক্যাট বিশ্বাসই হচ্ছে না দীপিকার!
ঠিক কী হয়েছে? কয়েকদিন আগে ইনস্টাগ্রামে সহজে বাসন কী ভাবে মাজতে হয় সে বিষয়ে একটি টিউটোরিয়াল পোস্ট করেছিলেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ারও হয়েছিল প্রচুর। দীপিকার দাবি, বাসন মাজার আইডিয়া নাকি আদপে তাঁর। ক্যাটরিনা সেটা চুরি করে নিয়েছেন। দীপিকা ভেবেছিলেন বাসন মাজার ভিডিয়ো পোস্ট করবেন। কিন্তু সেখানেই তাঁকে ক্লিন বোল্ড করে ট্রফি নিয়ে এগিয়ে গিয়েছেন ক্যাট।
আরও পড়ুন- ‘সরকারি নিয়ম না মানলে প্রেম করব না’, লকডাউনে মিমির টোটকা
দেখুন কী লিখেছেন দীপিকা
উত্তরে ক্যাট কী বললেন জানেন? হাসি চেপে রাখতে পারেননি অভিনেত্রী। উল্টে দীপিকা যাতে সাবধানে থাকেন সে কথাও কমেন্টে লেখেন তিনি। সুতরাং বুঝতেই পারছেন, চুরি করার অভিযোগ, রাগের ইমোজি...সবটাই আসলে মজার ছলেই।
আরও পড়ুন- লকডাউন: রাজ-শুভশ্রী যেন হনিমুনের মেজাজে
ক্যাট-দীপ্পির বন্ধুত্ব ইদানিং যে বেশ ভাল তাঁদের ইনস্টাগ্রাম অনুসরণ করলেই বোঝা যায়।