Advertisement
E-Paper

আগামী বছরই মাদাম তুসোয় দীপিকার মূর্তি, জানালেন খোদ মিউজিয়াম কর্তৃপক্ষ

এই প্রাপ্তি দীপিকার মুকুটে নতুন পালক। বলিউড, হলিউডের তাবড় নক্ষত্রের সঙ্গে থাকবে দীপিকার মূর্তি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১২:১৩
আগামী বছরই উদ্বোধন দীপিকার মোমের মূর্তির।—নিজস্ব চিত্র।

আগামী বছরই উদ্বোধন দীপিকার মোমের মূর্তির।—নিজস্ব চিত্র।

সুসম্পন্ন বিয়ে। এ বার লোটা-কম্বল গুটিয়ে দেশে ফেরার পালা। তার মধ্যেই সুদূর লন্ডন থেকে এল শুভেচ্ছাবার্তা-সহ সুখবর। মাদাম তুসোর মিউজিয়াম আগামী বছরই উদ্বোধন করতে চলেছে দীপিকা পাড়ুকোনের মোমের মূর্তি। মূর্তি তৈরির ঘোষণা যদিও চলতি বছরের জুলাই মাসেই ঘোষণা করা হয়েছিল। তবে কবে সেটির উদ্বোধন হবে তা জানানো হয়নি এতদিন। এ দিন মিউজিয়াম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রাপ্তি দীপিকার মুকুটে নতুন পালক। বলিউড, হলিউডের তাবড় নক্ষত্রের সঙ্গে থাকবে দীপিকার মূর্তি। যা কিনা নববধূকে এই বিখ্যাত মিউজিয়ামের তরফে ওয়েডিং গিফ্ট বলে মনে করছে টিনসেল টাউন। অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই ও শাহরুখ খানের পর এ বার দীপিকা। ‘মস্তানি’র আপাতত বৃহস্পতি তুঙ্গে, বলাই বাহুল্য। এ দিকে যখন লন্ডন থেকে উড়ে এসেছে সুখবর, ইতালির লেক কোমো থেকে তখন ফের ভাইরাল আরও একটা ছবি। যে ছবির পাত্র-পাত্রীর আদতে এত বড় আয়োজনের নেপথ্য শিল্পী, যাঁরা পোজ দিয়েছেন নবদম্পতির সঙ্গে।

ইতিমধ্যেই দীপিকার রসিক শ্বশুর জগজিৎ সিংহ পরিবারে নববধূকে স্বাগত জানাতে গিয়ে বলে ফেলেছেন, ‘ইয়ে দিওয়ানি আব ভাবনানি হো গায়ি’। অতএব দুই পরিবারে এখন দখিনা হাওয়া। তার মধ্যেই রণবীরের স্টাইলিস্ট নীতাশা গর্ভের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে গোটা স্টাইলিশ ইউনিট এবং বন্ধু-স্বজনদের। যাঁদের চোখে-মুখে যুদ্ধ জয়ের হাসি।

দীপিকাকে শুভেচ্ছা মাদাম তুসো মিউজিয়াম কর্তৃপক্ষের।

আরও পড়ুন: প্রতিশোধ নিতে চায় এই মেয়ে… কেন?​

আরও পড়ুন: ‘সেক্রেড গেমস’-এর ঈশিকা এ বার কোন চরিত্রে জানেন?​

Us and ours ❤️❤️❤️ #MrsandMrRanveerSingh #deepveerkishaadi #ranveerkishaadi

A post shared by Nitasha Gaurav (@nitashagaurav) on

নীতাশার ইনস্টাগ্রাম পোস্ট।

বছরের অন্যতম গ্র্যান্ড ওয়েডিং বলে কথা। আর কথাই আছে শেষ ভাল, যার সব ভাল। তাই নীতাশার পোস্ট করা ছবিতেই ‘মধুরেণ সমাপয়েৎ’। এখন অপেক্ষা শুধু গ্র্যান্ড রিসেপশনের। যাতে তারকার হাট দেখা শুধু সময়ের অপেক্ষা।

Deepika Padukone Madame Tussauds Wax Statue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy