Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আপনার অবসাদ কাটাতে আসছেন দীপিকা

আপনি কি একাকিত্ব বোধ করছেন? আপনার জীবনকে কি ঘিরে ধরেছে একরাশ অবসাদ? আপনার অবসাদ কাটাতে আসছেন স্বয়ং বলিউড ডিভা দীপিকা। বিশ্বাস না হলেও এটাই সত্যি। যে সব মানুষ অবসাদে ডুবে রয়েছেন বা নিজেকে খুব একা মনে করছেন, তাঁদের অবসাদ দূর করতে অ্যাওয়ারনেস ক্যাম্পেন করতে চলেছেন গ্ল্যাম হট দীপিকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১৪:৩৩
Share: Save:

আপনি কি একাকিত্ব বোধ করছেন? আপনার জীবনকে কি ঘিরে ধরেছে একরাশ অবসাদ? আপনার অবসাদ কাটাতে আসছেন স্বয়ং বলিউড ডিভা দীপিকা। বিশ্বাস না হলেও এটাই সত্যি। যে সব মানুষ অবসাদে ডুবে রয়েছেন বা নিজেকে খুব একা মনে করছেন, তাঁদের অবসাদ দূর করতে অ্যাওয়ারনেস ক্যাম্পেন করতে চলেছেন গ্ল্যাম হট দীপিকা।

দীপিকা পাডুকোন নিজেই একটা সময় অবসাদে ভুগতেন। আর তার প্রভাব পড়ছিল কেরিয়ারেও। অবশেষে নিজেই উদ্যোগী হয়ে চিকিৎসকের পরামর্শ আর ইচ্ছাশক্তির জেরে স্বাভাবিক ছন্দে ফিরে আসেন নায়িকা। পরবর্তী সময়ে এই নিয়ে বহু বার মিডিয়ার সামনেও মুখ খুলেছেন তিনি। নিজে অবসাদ কাটিয়ে উঠেছেন তিনি বহু দিন হল। এইবার বলিউড বিউটি অন্যদেরও অবসাদ কাটাতে উদ্যোগী হলেন।

আমরা অনেকেই শরীরে কোনও অসুবিধা হলেই ছুটে যাই ডাক্তারের কাছে। কিন্তু যখন কোনও মানসিক সমস্যা হয়, তা নিয়ে নিশ্চুপ থাকি। ডাক্তার দেখাতে গেলে পাগল ভাববে এই ভয়েই মনের চিকিত্সা এড়িয়ে চলি অনেকে। সমাজ জুড়ে ছড়িয়ে থাকা এই ধরণের মানুষকে সচেতন করতে বুধবার দীপিকা ‘ইউ আর নট অ্যালোন’ শীর্ষক অ্যাওয়ারনেস ক্যাম্পেন লঞ্চ করতে চলেছেন। কয়েক বছর আগে রণবীর কপুরের সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছু দিন অবসাদ ভুগছিলেন নায়িকা। তারপর কী ভাবে স্বাভাবিক ছন্দে দীপিকা ফিরে এলেন তাও দৃষ্টান্ত হিসেবে রাখবেন অবসাদগ্রস্তদের সামনে। দীপিকার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য লিভ লভ লাফ ফাউন্ডেশন’ ২৩মার্চ বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুলের ছাত্র এবং শিক্ষিকাদের নিয়ে প্রথম পর্যায়ে কাউন্সেলিং করতে চলেছে। এরপর নাকি সারা দেশের প্রায় প‌াঁচশ স্কুলে দীপিকার এনজিও অবসাদ কাটাতে কাউন্সেলিং চালাবে।

আরও পড়ুন:
রণবীরের বাংলোয় একান্তে দীপিকা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

deepika padukone mental health campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE