তৃণমূল সরকারের উৎসব, অনুষ্ঠান তারকাময়। যে বছর থেকে দল ক্ষমতায়, সেই বছর থেকেই। সামনে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এ বছর রাজনীতির আঙিনায় কোন কোন তারকার অভিষেক ঘটতে পারে? নতুন বছরে তারই খোঁজে আনন্দবাজার ডট কম।
গত বছরের ২১ জুলাইয়ের মঞ্চে বেশ কিছু পুরনো মুখ ফিরে এসেছেন। বছরশেষে যোগ দিয়েছেন নতুনেরাও। তাঁদের মধ্যে থেকে ‘সম্ভাব্য প্রার্থী’ যাঁরা—
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়: পরিচালক স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুরের বিধায়ক। তিনি নিজে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালবাসেন তাঁকে। গত বছরের ২১ জুলাইয়ের মঞ্চে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তার পরেই ছড়ায়, তাঁকে নাকি প্রার্থী হিসাবে দেখা যেতে পারে। যদিও অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনীতি তাঁর জন্য নয়।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: ২০২৫-এর মঞ্চে দলীয় পতাকা তাঁর হাতে উঠেছে। ‘ঘরের মেয়ে ঘরে ফিরেছে’, শোনা গিয়েছিল শাসকদলের তরফ থেকে। প্রার্থী হিসাবে তাঁর নাম নাকি উঠে আসছে, শোনা গিয়েছে জুলাইয়ের মঞ্চ থেকেই। অভিনেত্রীর র অবশ্য নির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
তৃণা সাহা। ছবি: ফেসবুক।
তৃণা সাহা: “আমি অভিনয়ে মন দিতে চাই। যা পেয়েছি, যতটা পাচ্ছি,তাতেই খুশি। একজীবনে সব পেতে নেই”, দাবি ছোটপর্দার ‘পরশুরাম, আজকের নায়ক’-এর ‘তটিনী’র। টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, তৃণা সম্ভাব্য প্রার্থী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অনুষ্ঠানে তাঁর পাশেই দেখা যায় তৃণাকে।
পার্নো মিত্র। ছবি: ফেসবুক।
পার্নো মিত্র: বছরশেষের বড় চমক। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী। তার পর থেকেই শোনা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে। পার্নোও ২০২১-এ বিজেপি-র প্রার্থী হয়েছিলেন বরাহনগর থেকে।
ইমন চক্রবর্তী। ছবি: ফেসবুক।
ইমন চক্রবর্তী: লক্ষ্মীর পাঁচালির ভঙ্গিতে গাওয়া রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ হিট। ইমন চক্রবর্তী নাকি বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী? বরাবর মুখ্যমন্ত্রীর ‘কাছের মানুষ’ গায়িকা। মঙ্গলবার রাজ্য সরকারের সঙ্গীতমেলায় গান করেছেন তিনি। এ দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সী। ছবি: ফেসবুক।
সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সী: বিধানসভার প্রাক্তন সদস্য স্মিতা বক্সীর পুত্রবধূ সুদীপ্তা। শোনা যাচ্ছে, এ বছর স্মিতা প্রার্থী হতে পারেন। কিংবা প্রার্থী হতে পারেন তাঁর পুত্রবধূ সুদীপ্তা অথবা পুত্র সৌম্য বক্সী। অভিনেত্রী এ ব্যাপারে কতটা উৎসাহী? তাঁর কথায়, “বক্সী পরিবারের সদস্য হওয়ার আগে থেকে মুখ্যমন্ত্রীর সব অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। ওঁর কাজ আমায় অনুপ্রাণিত করে। দল যদি মনে করে, আমায় প্রার্থিপদ দেবে, আমি মাথা পেতে নেব।”
রূপাঞ্জনা মিত্র। ছবি: সংগৃহীত।
রূপাঞ্জনা মিত্র: গত জুলাই মঞ্চে তিনি ‘ঘর’-এ ফিরেছেন। সে দিনই শোনা গিয়েছিল, তাঁকে নাকি প্রার্থী হিসাবে ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে অভিনেত্রী কোনও কথা বলেননি।
এ ছাড়াও, ঘুরেফিরে শোনা গিয়েছে সৌমিতৃষা কুন্ডু, ভিভান ঘোষ, রিমঝিম মিত্রের নাম।