করোনা সংক্রমণের মাত্রা কমতেই আশার আলো। বৃহস্পতিবার থেকেই রাজধানীতে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিল দিল্লি সরকার। ওমিক্রনের দাপটে দিল্লিতে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে জানুয়ারি জুড়ে মার খেয়েছে ছবির ব্যবসা। এ বার প্রেক্ষাগৃহ খোলার অনুমতি পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন হলমালিকেরা। সকলেরই আশা, ফেব্রুয়ারিতে ফের ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি।
নতুন করে কোভিডের দাপট শুরু হতেই দিল্লিতে প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা করে কেজরি সরকার। একই পথে হাঁটে আরও কয়েকটি রাজ্য। পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে দর্শকসংখ্যায় কাঁটছাঁট করা হয়। সব মিলিয়ে বিপুল লোকসানের ভয়ে একাধিক ছবির মুক্তি পিছিয়ে দেন প্রযোজক-পরিচালকরা। সেই তালিকায় রয়েছে ‘জার্সি’, ‘আরআরআর’, ‘পৃথ্বীরাজ’, ‘রাধেশ্যাম’-সহ বেশ কয়েকটি বড় বাজেটের ছবি। মাথায় হাত পড়ে বলিউডের। করোনা সংক্রমণ কমতে শুরু করায় ফেব্রুয়ারি থেকেই একে একে সেই সব ছবি মুক্তির দিন নির্ধারিত হয়েছে ইতিমধ্যে। এই পরিস্থিতিতে দিল্লিতে প্রেক্ষাগৃহ খোলার সিদ্ধান্ত আরও খানিকটা চাঙ্গা করবে বলিউডকে।