অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর নির্দেশিত মরাঠি ছবি ‘নায় ভরন ভাট লোঞ্চা কোন নায় কোঞ্চা’-য় আপত্তিকর দৃশ্যের জন্য তাঁর বিরুদ্ধে ক্ষত্রিয় মরাঠা সেবা সংস্থা বৃহস্পতিবার মামলা দায়ের করেছে।বান্দ্রার মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৯৫, ২৯২, ৩২-র ধারায় পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে শুধু পরিচালক নয়, প্রযোজক নরেন্দ্র আর শ্রেয়ানস হিরাওয়াতের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
ক্ষত্রিয় মরাঠা সেবা সংস্থার আইনজীবী জানিয়েছেন ১৪জানুয়ারি থেকে ছবিটি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে, এই ছবিতে 'অপ্রাপ্তবয়স্কদের নিয়ে যৌনতাপূর্ণ বিষয়বস্তু প্রকাশ’- করার বিরোধীতা করেছেন তাঁরা। একটি দৃশ্যে দেখা গিয়েছে অভিনেত্রী কাশ্মীরা শাহ একটি বাচ্চা ছেলেকে নিজের বুকে টেনে ধরছেন। তাদের দাবি এই দৃশ্য শুধু আপত্তিকর নয়, এর ফলে সমাজে অপসংস্কৃতির প্রচার হবে যা শিশু আর মহিলাদের স্বাবাবিক অবস্থানকে প্রভাবিত করবে।