শিবু-নন্দিতা জুটির ‘প্রাক্তন’ দিয়ে যে যাত্রার শুরু, সেই পথ চলার পরিণতি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৮-এ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সনাতন ধর্ম টেম্পল-এর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বাংলা চলচ্চিত্র উৎসব। সৌজন্যে বাবলি চক্রবর্তী ও তাঁর ‘ড্রিমস আনলিমিটেড’ সাংস্কৃতিক গোষ্ঠী।
‘ড্রিমস আনলিমিটেড’ শুধুমাত্র দক্ষিণ ক্যালিফোর্নিয়াই নয়, সারা মার্কিন মুলুকের বাঙালি সাংস্কৃতিক জগতে একটি পরিচিত নাম। ২০১৬-র গ্রীষ্মে শিবু-নন্দিতা জুটি যখন রুপোলি পর্দায় ফিরিয়ে আনছেন স্বপ্নের জুটি প্রসেঞ্জিত্ ও ঋতুপর্ণাকে, তখন আর সব প্রবাসী বাঙালি সমাজের মতো ক্যালিফোর্নিয়ার বাঙালিরাও উচ্ছ্বসিত হয়েছিলেন। কোথায় প্রিয়া, অশোকা, আইনক্স-এ হইহই করতে করতে এই ছবি দেখা আর কোথায় ইউটিউবের ঘষঘষে ছবি বা ডিভিডি বেরনোর জন্য অধীর অপেক্ষা।
বাবলি এই মুহূর্তকেই বেছে নেন তাঁর ‘ড্রিমস আনলিমিটেড’-এর যাত্রা শুরুর জন্য। পশ্চিম বাংলাতেও হইহই পড়ে যায় বাংলা ছবির এই বিদেশ যাত্রার খবরে। সেই যাত্রা শুরুর পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। ইতিমধ্যেই লস এঞ্জেলস মাতিয়ে গিয়েছেন প্রসেঞ্জিত্ চট্টোপাধ্যায়। এসেছিলেন তাঁর ‘শঙ্খচিল’ ও ‘জুলফিকার’ ছবি নিয়ে।