বাড়িতে থাকলে সেই দেবের সর্ব ক্ষণের সঙ্গী। শুটিং থেকে ফেরার পর সেই প্রথম ওয়েলকাম করে দেবকে। আর কোনও কাজের জন্য দেব বাড়ির বাইরে থাকলে তারই মন খারাপ হয় সবচেয়ে বেশি।
সে কে জানেন?
দেবের ছেলে। হ্যাঁ ঠিকই পড়ছেন। দেবের কথায়, ‘বয়’। আরও নির্দিষ্ট করে বললে, ‘লাকি বয়’। আসলে সে দেবের পোষ্য কুকুর।
‘শঙ্করের অ্যামাজন অভিযান’-এর শুটিংয়ে দীর্ঘ দিন দেশের বাইরে ছিলেন দেব। ব্ল্যাক কেম্যান কুমিরে ভর্তি অ্যামাজন। গাছ ভাঙার মড়মড় শব্দ। ৩০০ ফুট গভীর খাদ। এ সব নিয়ে ব্রাজিলের জলে-জঙ্গলে শুটিং সেরে সবে মাত্র দেশে ফিরেছেন। পা রেখেছেন সাউথ সিটির ফ্ল্যাটে। ব্যাস, বাবার প্রায় কোলে উঠে আদর জানাতে শুরু করল ছেলে। চেটে দিল মুখ। সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন নায়ক। লিখেছেন, ‘বাড়ি ফেরার পর এই রকম অভ্যর্থনা পেলে আর কিছু চাই না। ইয়েস, আমিও তোমাকে মিস করেছি, লাকি বয়।’
This kind of welcome when you come back home, matches up to none other!
— Dev (@idevadhikari) July 25, 2016
Yes, I missed you too my Lucky Boy 😘😘😘 pic.twitter.com/ghbhj1jBtj