দেব এবং রুক্মিণী মৈত্র। কলিগ, বন্ধু, ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’— পর পর তিনটে ছবির জুটি। আর কী কী পরিচয় রয়েছে তাঁদের?
প্রশ্নটা পড়ে হয়তো হাল্কা হাসি খেলে গেল আপনার মুখে। কারণ, সিনে পর্দার বাইরেও এখন তাঁদের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন সকলেরই জানা। যে কোনও পরিস্থিতিতে এ হেন দেব যে রুক্মিণীর পাশে থাকবেন, সে বার্তা আরও এক বার দিলেন নায়ক।
সম্প্রতি রুক্মিণী এবং তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন সকলে তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে, সেই সময় তোমার এক জন প্রকৃত বন্ধু প্রয়োজন রুক্মিণী… আর তা ছাড়া বড় কিছু আসতে চলেছে।’
আরও পড়ুন, দেবের পরের ছবিতে মিমির বদলে এ বার রুক্মিণী?
দেবের কথার এই শেষ অংশ নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন সোশ্যাল অডিয়েন্স। কারণ এই মুহূর্তে শিরোনামে রয়েছে দেবের পরবর্তী ছবি ‘হইচই আনলিমিটেড’। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, সে ছবিতে মিমি চক্রবর্তীর পরিবর্তে নাকি অভিনয় করবেন রুক্মিণী।
আরও পড়ুন, বিরসা এবং ছয় নায়িকার কাহিনি...
যদিও সে দাবি উড়িয়ে দিয়ে ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘‘মিমির সঙ্গে কিছু সমস্যা হচ্ছে। হয়তো সেই সমস্যা মিটেও যাবে। আর যদি না মেটে, মিমির জায়গায় অন্য যে নায়িকাই কাজ করুন না কেন, চরিত্রটি রুক্মিণী করবে না।’’ তবে দেবের পোস্টের পর সেই সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না অনেকেই।
Sometimes when everyone doubts ur abilities...that time all u need is a true friend @RukminiMaitra ...By the way something big coming soon😉 @DEV_PvtLtd pic.twitter.com/evfge5EGgr
— Dev (@idevadhikari) May 1, 2018