টলিউডে তাঁদের ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ বলে ডাকা হয়! প্রযোজক অতনু রায়চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন। মঙ্গলবার তিন জনের মুখেই চওড়া হাসি। সেই হাসির রেশ সমাজমাধ্যমেও। এ দিন পুরো টিম ‘প্রজাপতি ২’-এর ছবির শুটিংয়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। আনন্দবাজার ডট কমের কাছে খবর, সব ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু হবে শুটিং। দেবের বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে ছোট পর্দার নায়িকা জ্যোর্তিময়ী কুণ্ডুকেই। এই খবরও প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম।
২০২৪ অভিজিৎ-দেব-অতনুর ব্যতিক্রমী বছর। গত তিন বছর ধরে প্রতি শীতে তাঁরা তিন জনে মিলে ভিন্ন স্বাদের ছবি দর্শকদের উপহার দিয়েছেন। যেমন, ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’। গত বছর ‘প্রজাপতি ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা করলেও শুটিংয়ের খবর ছিল বিশ বাঁও জলে। সেই সময় শোনা গিয়েছিল, বাংলাদেশের তাসনিয়া ফারিন দেবের নায়িকা হবেন। এর পরেই বাংলাদেশের তদানীন্তন সরকারের পতন হওয়ায় পরিস্থিতি বদলে যায়। ভিসার কারণে ভারতে আসা বাতিল হয় ফারিনের।
আরও পড়ুন:
চলতি বছরের শুরুতে ছবি নিয়ে ফের নতুন চর্চা শুরু। উঠে আসে ধারাবাহিক ‘বঁধুয়া’র নায়িকার নাম। যদিও সে সময়ে মুখে কুলুপ এঁটেছিলেন জ্যোতির্ময়ী, প্রযোজক, পরিচালক প্রত্যেকেই। কলকাতার পাশাপাশি ছবির শুটিং হবে লন্ডনেও। এ দিকে বিশ্ব জুড়ে অস্থিরতা। স্বাভাবিক নয় বিমান চলাচল। কী করে বিদেশে শুটিং হবে? খবর, এ দিনের বৈঠকে সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। অতনু-দেব-অভিজিৎ ঠিক করেছেন, কলকাতায় তাঁরা প্রথম শুটিং শুরু করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বাইরে শুটিং হবে।