এক জন মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন দিব্যা ভাটনগরের স্বামী। জেলেও যেতে হয়েছিল তাঁকে। আর আজ দিব্যা যে এ জগতে নেই, তার জন্য দায়ী ওঁর স্বামী। প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগরের স্বামীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য।
‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতেন দেবলীনা ও দিব্যা। সেই থেকেই গভীর বন্ধুত্ব তাঁদের। গত ৯-১০ বছরের আলাপ। একে অন্যের পরিবার হয়ে উঠেছিলেন। এক সপ্তাহ ধরে কোভিডের সঙ্গে লড়াই করার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩৪ বছরের অভিনেত্রী। এ ভাবে দিব্যার চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর বন্ধু অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।
সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো করে দেবলীনা জানালেন, দিব্যার স্বামী গগন গব্রু অত্যন্ত খারাপ মানুষ। দিব্যা অসুস্থ থাকাকালীন এক দিনের জন্যও পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু সবথেকে বড় কথা, বিবাহিত জীবনে কখনও সুখী রাখেনি তাঁকে। দিব্যা ভাটনগরকে রোজ মারধর করতেন গগন। দেবলীনার অভিযোগ, ‘‘যে পরিমাণ মানসিক ও শারীরিক অত্যাচার চলেছে দিব্যার উপরে, তার পরে ছোট কোনও রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও থাকে না মানুষের। তাঁর গয়না চুরি করে চলে গিয়েছিল। বিবাহবহির্ভূত নানা সম্পর্কে জড়িত গগন।’’