‘গুপ্তধনের সন্ধানে’র কথা মনে পড়ে? চলতি বছরেই টলিউডে এই ছবির মাধ্যমে এক নতুন গোয়েন্দার জন্ম দিয়েছিলেন পরিচালক ধ্রব বন্দ্যোপাধ্যায়। ‘সোনাদা’। সেই চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছিল দর্শকদের। পাশাপাশি ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তীও নজর কেড়েছিলেন। সেই ছবিরই সিক্যুয়েলের শুটিং সদ্য শুরু করলেন ধ্রব।
ধ্রবর এ বারের অ্যাডভেঞ্চার ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এ বারও আবির-ইশা-অর্জুনকেই কাস্ট করেছেন পরিচালক। কলকাতাতেই প্রথম পর্বের শুটিংও করেছেন তাঁরা।
এ ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। চিত্রগ্রাহক সৌমিক হালদার। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মাঝামাঝি মুক্তি পেতে পারে ছবিটি।
আরও পড়ুন, সপরিবার দুর্গাপুজো কাটালেন হবু মা সুদীপা
টলিউডে বিভিন্ন গোয়েন্দা চরিত্রের ভিড়ে ‘সোনাদা’ আলাদা জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। ফের সেই সাফল্য আসবে তো? ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন সিনে প্রেমীরা।
আজ থেকে শুরু নতুন সন্ধান।
— SVF (@SVFsocial) October 20, 2018
Best wishes to Team #DurgeshgorerGuptodhon as shoot starts today. pic.twitter.com/q3nGnq60Yv
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)