জন্মদিনে উপহার দেওয়ার চল আছে, ‘ফেরত উপহার’ দেওয়ারও। সেটাই নাকি করেছেন তিনি। জন্মদিনে প্রিয় সাংবাদিক বান্ধবীর কপালে চুম্বন এঁকে দেওয়া থেকে শুরু। সলমন খান শেষ করেছেন ঐশ্বর্যা রাই বচ্চনকে পাশে নিয়ে কেক কেটে!
যে ঘরে সলমন কেক কেটেছেন সেই ঘর বেলুন, রঙিন রাংতা, আলোয় ঝলমলে। টেবিলে রাখা চকোলেট কেক। ‘ভাইজান’ হাসতে হাসতে তুলতুলে কেকের বুকে ছুরি চালাচ্ছেন। পাশেই নীলবসনা রাইসুন্দরী! তাঁর পাশে সিফন শাড়িতে সেজে ক্যাটরিনা কইফ। দুই প্রাক্তন প্রেমিকাই কিন্তু তাঁদের স্বামীদের আনতে ভোলেননি। হ্যাঁ, ঘরোয়া পার্টিতে এসেছিলেন ভিকি কৌশল, অভিষেক বচ্চন। প্রথম জনের পরনে কালো পোশাক। দ্বিতীয় জন সাদা।
আরও আছে। শুধু স্বামীকে এনেই থামেননি ঐশ্বর্যা। এ দিন তাঁর চর্চিত প্রেমিক বিবেক ওবেরয়ও তাঁর সঙ্গে ছিলেন! পার্টি মানেই নাচাগানা। গান শোনাতে গিটার হাতে উপস্থিত অরিজিৎ সিংহ।
আরও পড়ুন:
সেই ছবি প্রকাশ্যে আসতেই বিস্ময়ের ধাক্কায় হাবুডুবু খেয়েছেন অনুরাগীরা। সত্যিই কি এ রকম কিছু ঘটেছে?
এ রকমই কিছু ঘটেছে। তবে প্রযুক্তির কারসাজিতে। প্রযুক্তি মিলিয়ে দিয়েছে সলমন আর তাঁর ‘প্রাক্তন’দের। এমনকি, অরিজিতের সঙ্গে তাঁর তিক্ততাও মুছে দিয়েছে ছবির মাধ্যমে। ছবিটি খুঁটিয়ে দেখলে একটি কৃষ্ণসার হরিণকেও ‘ভাইজান’-এর ঘরোয়া জন্মদিনের পার্টিতে দেখা যাবে! যেন সে-ও অতীত ভুলে শুভেচ্ছা জানাতে এসেছে অভিনেতাকে। এই ছবির কথাই আপাতত সকলের মুখে মুখে ফিরছে। সলমন অনুরাগীদের আফসোস, “প্রযুক্তি নয়, সত্যিই যদি এ রকমই কিছু ঘটত তা হলে ৬০ বছরের জন্মদিনের সেরা ‘রিটার্ন গিফট’ হত এটাই।”