সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর দেখে গর্জে উঠলেন অভিনেতা হৃতিক রোশন। সেখানে লেখা হয়েছে, হৃতিক রোশনের জন্যই নাকি একটি সিনেমার কাজ ছেড়ে বেরিয়ে গিয়েছেন দিশা পাটানি। শুধু হৃতিকই নন, ছবিতে টাইগার শ্রফও আছেন বলে সেখানে লেখা হয়। যে টাইগারের সঙ্গেই এখন দিশার সম্পর্ক রয়েছে বলে বলিসূত্রে জোর গুঞ্জন।
কিন্তু হৃতিক রয়েছেন বলে দিশাকে ফিল্ম ছাড়তে কেন হল?
ওই খবরে লেখা হয়েছে, দিশার সঙ্গে নাকি ফ্লার্ট করার চেষ্টা করছিলেন হৃতিক। এমনকি দিশাকে ডেটে নিয়ে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। তাতে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন দিশা। তারই জেরে নাকি কাজটা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
আরও পড়ুন: ছোট্ট যশকে রাখি পরানো নিয়ে আলিয়াকে ‘খোঁচা’ অর্জুনের
আরও পড়ুন: ট্রেনে মেয়েকে হেনস্থা, মুখ খুললেন এমা
খবর দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন হৃতিক রোশন। টুইটারে ওই সংবাদমাধ্যমকে একহাত নিলেন তিনি। খবরটিকে জঞ্জাল বলে উড়িয়ে দেন। লিখলেন, ‘‘ডিয়ার পত্রিকাজি, আপনি কি ব্যায়াম করেন? জিমে যান। দেখবেন সমস্ত জঞ্জাল আপনে-আপ মাথা থেকে বেরিয়ে গিয়েছে। বিশেষ করে ২০টা ডাঙ্কি কিক, ২০টা মাঙ্কি রোলস, আর দুটো ডগ জাম্প করলেই আপনার জন্য অনেক। অবশ্যই করবেন। গুড লাক। আর আপনার জন্য অনেক ভালবাসা।’’
मेरे प्यारे मित्र ‘पत्रिका जी”, कसरत करते हो? थोड़ा gym जाओ। mind से सारा कचरा निकल जाएगा! ख़ासकर बीस donkey किक्स, बीस monkey रोल & 2 dog jumps आप के लिए सही रहेगा। ज़रूर कीजिएगा। गुड luck. गुड day. And लव you टू :) pic.twitter.com/ikuNWmie21
— Hrithik Roshan (@iHrithik) August 28, 2018
তবে যশ রাজ ফিল্মস সূত্রে খবর, দিশা পাটানিকে নাকি ওই ছবির জন্য তাঁরা কাস্টই করেননি। দিশার কথায় ‘‘বাচ্চাদের মতো আমাকে আর হৃতিক স্যরকে নিয়ে গুজব রটানো হচ্ছে। একটাই কথা বলতে চাই, এই ধরনের রটনা সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন। হৃতিক রোশনের সঙ্গে যেটুকু কথা বলার সুযোগ হয়েছে, তাতে বুঝেছি, ওঁর মতো মানুষ হয় না।’’
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)