Advertisement
E-Paper

সলমন থেকে হৃতিকের নায়িকা, রেগে গিয়ে সহ অভিনেতার গায়ে হাত তোলেন পূজা?

‘মহেঞ্জোদরো’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে দেখা য়ায় তাঁকে। এ ছাড়াও সলমন খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করেন তিনি। এ হেন পূজা নাকি কেরিয়ারের শুরুর দিকে বড় তারকাকে চড় কষান!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২০:০৮
Did Pooja Hegde slap a pan-India star for trying to touch her indecent way

পূজা হেগড়ে। ছবি: সংগৃহীত।

২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের। অবশ্য মডেলিংয়ে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। দক্ষিণী ছবি থেকে বলিউডে পদার্পণ করেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে দেখা য়ায় তাঁকে। সলমন খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতেও অভিনয় করেন তিনি। এ হেন পূজা নাকি কেরিয়ারের শুরুর দিকে বড় এক তারকাকে চড় কষান!

বিতর্কের সূত্রপাত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই প্রতিবেদনে দাবি করা হয়, কেরিয়ারের শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতার সঙ্গে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা নাকি প্রকাশ্যে এনেছেন তিনি।

ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ ছবির শুটিং চলছিল। ছবিতে তাঁর সহ-অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন এবং অশোভন আচরণ করেন। আরও দাবি করা হয়, ওই ঘটনায় পূজা তৎক্ষণাৎ প্রতিবাদ জানান এবং পরে ছবির নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না। ওই প্রতিবেদনে দাবি করা হয় অভিনেত্রী নাকি সহ অভিনেতাকে চড়ও মারেন। এর পরই সমাজমাধ্যমে পূজাকে নিয়ে সমালোচনা করেছেন কেউ। আবার অনেকে সেই সহ অভিনেতার খোঁজে বেরিয়ে পড়েন।

এর পরই ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা জানান, পূজার নামে ছড়িয়ে পড়া এই সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়ো। তাঁর কথায়, এই বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। যাচাই না করা তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।

দীর্ঘ কেরিয়ারে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলেও সে ভাবে হিট ছবি নেই পূজার ঝুলিতে। থলপতি বিজয়ের সঙ্গে ‘জয় নায়গন’ পূজার আসন্ন ছবি।

Pooja Hegde
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy