ফের একসঙ্গে শাহরুখ ও রেখা। না! কোনও সিনেমা নয়। বরং অ্যাওয়ার্ড ফাংশনে মুখোমুখি হলেন এই দুই সেলেব। গত শনিবার রাতে ‘যশ চোপড়া মেমোরিয়াল’ অ্যাওয়ার্ড পেলেন কিঙ্গ খান। তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন রেখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিন্হা, জয়াপ্রদা, পদ্মিনী কোলাপুরি প্রমুখ।
আরও পড়ুন, টিভিতে ফিরল শাহরুখের ‘সার্কাস’
প্রথমে বলিউড বাদশার অভিনয়ের প্রশংসা করেন রেখা। পরে কথা প্রসঙ্গে বলেন, ‘‘দিনরাত শুটিং করে আমার ঘুম পাচ্ছিল। হঠাত্ মনে হল, কেউ আমাকে ডেকে বলছে, ঘুমনোর আগে সূর্যাস্ত দেখো।’’ তখনই শাহরুখ হাসতে হাসতে বলে ওঠেন, ‘‘রেখাজি আমি আপনাকে সূর্যাস্ত দেখাইনি। আমি শুধু আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম।’’ পাল্টা হাসি ফিরিয়ে দেন রেখাও। তবে এই কথোপকথনের আড়ালে কী রহস্য রয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। রেখাকে কি কোনও গোপন কথা বলতে চাইছিলেন নায়ক? প্রশ্নটা ঘুরছে বলি মহলের অন্দরে।