& ( ) ; &
বিবাহবার্ষিকীর বেশ কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন দিলীপ কুমার। অভিনেতা এবং তাঁর স্ত্রী দু’জনেই ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে।
আরও পড়ুন, অমিতাভের জন্মদিনে কর্ণের ‘ব্রহ্মাস্ত্র’
আরও পড়ুন, জীবনে প্রথম বার হলে গিয়ে সিনেমা দেখলেন এই অভিনেতারা
১৯৬৬ সাল থেকে আজও একই রকম তাঁদের সম্পর্ক। দিলীপ কুমার-সায়রা বানু। বলিউডের অন্যতম সেরা ও জনপ্রিয় তারকা দম্পতি। ‘গোপী’, ‘সাগিনা’, ‘বৈরাগ’-এ মতো বেশ কয়েকটি হিট ছবিও করেছেন তাঁরা। বিয়ের পঞ্চাশ বছর পরেও দু’জনের অফ-স্ক্রিন কেমিস্ট্রিও কিন্তু জমজমাট।
কিছু দিন আগেই অসুস্থ হয়ে বেশ ক’দিন মুম্বইয়ের একটি হাসাপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। পরে শারীরিক অবস্থার উন্নতিতে বাড়ি ফিরে যান অভিনেতা। বহুদিন পর তাঁকে দিলীপ কুমারের পছন্দের সাজে দেখে ফ্যানেরাও খুব খুশি। ছবিতে কিন্তু স্পষ্ট ৯৪ বছরের দিলীপ এবং ৭৩ বছরের সায়রার প্রেম এখনও একই রকম।