বহু দিন ধরেই ভগ্নদশায় ছিল। অবশেষে ভেঙে পড়ল কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের পাকিস্তানের পৈতৃক বাড়ি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া জেলার মোহল্লা খুদা দাদ এলাকায় ঐতিহাসিক কিস্সা খওয়ানি বাজারে শুধুমাত্র বাড়িটির মূল ফটক এখনও অক্ষত রয়েছে। যত দ্রুত সম্ভব ওই একই জায়গায় বাড়িটির একটি প্রতিরূপ স্থাপন করা হবে বলে জানা গিয়েছে।
২০১৪-তেই বাড়িটিকে প্রত্নতত্ত্ব বিভাগ ন্যাশনাল হেরিটেজ হিসেবে নথিভুক্ত করেছিল। কিন্তু বাড়িটির দেখভাল করেনি খাইবার পাখতুনখাওয়া সরকার। সে বিষয়ে সরব হয়েছেন শহরের বিশিষ্ট নাগরিকদের একটা বড় অংশ। কালচারাল হেরিটেজ কাউন্সিলের সাধারণ সম্পাদক শাকিল ওয়াহদুল্লা জানিয়েছেন, মোট ছ’বার বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য তিনি সরকারের কাছে আবেদন পত্র জমা দেন। কিন্তু সরকার কোনও ব্যবস্থাই নেয়নি। তাঁর কথায়, ‘‘বাড়িটি ভেঙে পড়ার খবর দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুকে জানানো হয়েছে। খবর শুনে তিনি মর্মাহত।’’