Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Entertainment News

পাকিস্তানে ভেঙে পড়ল দিলীপ কুমারের পৈতৃক বাড়ি

২০১৪-তেই বাড়িটিকে প্রত্নতত্ত্ব বিভাগ ন্যাশনাল হেরিটেজ হিসেবে নথিভুক্ত করেছিল। কিন্তু বাড়িটির দেখভাল করেনি খাইবার পাখতুনখাওয়া সরকার। সে বিষয়ে সরব হয়েছেন শহরের বিশিষ্ট নাগরিকদের একটা বড় অংশ।

দিলীপ কুমার।— ফাইল চিত্র।

দিলীপ কুমার।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১৫:৫৪
Share: Save:

বহু দিন ধরেই ভগ্নদশায় ছিল। অবশেষে ভেঙে পড়ল কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের পাকিস্তানের পৈতৃক বাড়ি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া জেলার মোহল্লা খুদা দাদ এলাকায় ঐতিহাসিক কিস্সা খওয়ানি বাজারে শুধুমাত্র বাড়িটির মূল ফটক এখনও অক্ষত রয়েছে। যত দ্রুত সম্ভব ওই একই জায়গায় বাড়িটির একটি প্রতিরূপ স্থাপন করা হবে বলে জানা গিয়েছে।

২০১৪-তেই বাড়িটিকে প্রত্নতত্ত্ব বিভাগ ন্যাশনাল হেরিটেজ হিসেবে নথিভুক্ত করেছিল। কিন্তু বাড়িটির দেখভাল করেনি খাইবার পাখতুনখাওয়া সরকার। সে বিষয়ে সরব হয়েছেন শহরের বিশিষ্ট নাগরিকদের একটা বড় অংশ। কালচারাল হেরিটেজ কাউন্সিলের সাধারণ সম্পাদক শাকিল ওয়াহদুল্লা জানিয়েছেন, মোট ছ’বার বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য তিনি সরকারের কাছে আবেদন পত্র জমা দেন। কিন্তু সরকার কোনও ব্যবস্থাই নেয়নি। তাঁর কথায়, ‘‘বাড়িটি ভেঙে পড়ার খবর দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুকে জানানো হয়েছে। খবর শুনে তিনি মর্মাহত।’’

আরও পড়ুন, দাউদের বোনের ‘লভ লাইফ’-এর ছবি প্রকাশ্যে

প্রত্নতত্ত্ব বিভাগ ও জাদুঘরের অধিকর্তা আবদুল সামাদ মনে করেন, বাড়িটি ভেঙে পড়া এক অর্থে আশীর্বাদ। কারণ এটি আর কোনও ভাবেই সারানো যেত না। এতে অন্তত সারানো সম্ভব হবে। তাঁর কথায়, ‘‘বাড়িটি রক্ষণাবেক্ষণের একমাত্র উপায় আবার নতুন করে তৈরি করা।’’

১৯২২ সালে মোহল্লা খুদ দাদ-এ জন্ম হয় দিলীপ কুমারের। তবে কৈশোরেই অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি মুম্বই পাড়ি দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE